রাজপাল যাদব অভিনীত ছোট পণ্ডিতের লুক রিক্রিয়েট করার খুনের হুমকি পাশাপাশি ধর্ষণের হুমকি পেয়েছেন অভিনেত্রী।
Published : 01 Nov 2023, 08:28 PM
ফের ধর্ষণ ও খুনের হুমকি পেয়েছেন ভারতের সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার কারণ জানালেন তিনি।
মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি কোলাজ পোস্ট করে উরফি জানান, রাজপাল যাদব অভিনীত ছোট পণ্ডিতের লুক রিক্রিয়েট করার তাকে খুনের পাশাপাশি ধর্ষণের হুমকিও পেতে হয়েছে। প্রসঙ্গত ২০০৭ সালে সিনেমা ‘ভুল ভুলাইয়া’তে রাজপাল যাদব ছোট পণ্ডিতের লুকে সেজেছিলেন।
ছবিতে উরফির পরনে একটা লাল ফুলহাতা টিশার্ট সঙ্গে গেরুয়া প্যান্ট ও গলায় একটি মালা দেখা গেছে; মুখে মেখেছেন লাল আবীর।
ছবিগুলো শেয়ার করে উরফি ক্যাপশনে লিখেছেন, “রাজপাল যাদব যখন এই লুকে ধরা দিয়েছিলেন তখন কারও কোনো আপত্তি হয়নি, কিন্তু আমি সাজাতেই যত আপত্তি। কোনো কারণ ছাড়াই আমায় খুন এবং ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ‘ভুল ভুলাইয়া’ সিনেমার এত বছর পর আমি এভাবে সাজায় আচমকাই ধর্মের সব রক্ষকরা জেগে উঠেছেন। আমার ধর্মের কোনও রং নেই। ধূপ-ধুনোর কোনও ধর্ম নেই।”
হিন্দুস্তান টাইমস বাংলা বলেছে, হ্যালোউইন পার্টির জন্য এমনটা সেজেছিলেন উরফি। আর তাতেই বিপত্তির মুখে পড়তে হয়েছে তাকে।