‘স্কুপ’র বিরুদ্ধে ছোটা রাজনের মামলা, কোটি রুপি ক্ষতিপূরণ দাবি

মুম্বাইয়ের এই গ্যাংস্টার বলছেন, নেটফ্লিক্সের ওয়েব সিরিজটিতে তার সম্মানহানি হয়েছে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2023, 08:48 AM
Updated : 3 June 2023, 08:48 AM

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ওয়েব সিরিজ ‘স্কুপ’ এর নির্মাতা এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে মানহানির মামলা করে ১ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন জেলবন্দি মুম্বাইয়ের ‘গ্যাংস্টার’ ছোটা রাজন।

আনন্দবাজার জানিয়েছে, ছোটা রাজন মানহানির মামলাটি করেছেন মুম্বাই হাই কোর্টে। রাজনের অভিযোগ, ওই সিরিজে তার নাম ব্যবহার করা হয়েছে।

রাজন বলেন “ওই সিরিজ়ের বিষয়বস্তু সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। এখানে আমার নাম টেনে এনে উত্তেজনা তৈরির চেষ্টা করা হচ্ছে। নেহাতেই লাভের আশার জনসাধারণের দৃষ্টিতে আমার ভাবমূর্তি নষ্ট করা ও তার থেকে আর্থিক মুনাফা অর্জন করার চেষ্টা করা হচ্ছে।“

১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবির পাশাপাশি ওই সিরিজ় থেকে পাওয়া অর্থ নির্মাতাদের সমাজকল্যাণমূলক কাজে খরচ করারও দাবি রেখেছেন রাজন।

‘স্কুপ’ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে শুক্রবার। মুম্বাইয়ের সাংবাদিক জ্যোতির্ময় দে খুনের ঘটনার উপর জিগনা ভোরার লেখা বই ‘বিহাইন্ড দ্য বার বাইকুল্লা: মাই ডে’স ইন প্রিজন’ উপর ভিত্তি করে সিরিজটি বানানো হয়েছে।

জ্যোতিমর্য় দের মৃত্যুর পেছনে মুম্বাইয়ের প্রভাবশালী সন্ত্রাসী ছোটা রাজন জড়িত বলে অভিযোগ আছে।

হনসল মেহতা পরিচালিত ‘স্কুপ’এ প্রসেনজিত ছাড়াও করিশ্মা তন্না, জিশান আয়ুবসহ আরও অনেকে অভিনয় করেছেন।