মৌসুমীর ভাষ্য. “পুরো গানটা শুনে এখন বমি বমি পাচ্ছে।”
Published : 07 Sep 2024, 04:41 PM
ভারতীয় শিল্পী মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি গায়ক অরিজিত সিংয়ের কণ্ঠে ঘুরছে সোশাল মিডিয়ায়। কিন্তু সেই গান শুনে ‘অসুস্থবোধ’ করছেন মৌসুমী।
আনন্দবাজার লিখেছে, মৌসুমী তার গাওয়া দারুণ জনপ্রিয় এই গানটি শুনে বলেছেন এটি অরিজিতের গাওয়া হতেই পারে না।
তিনি বলেন, “আমার মনে হয় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হয়েছে এই গান। পুরো গানটা শুনে এখন বমি বমি পাচ্ছে। আমি আসলেই একেবারে পিছিয়ে পড়ছি।”
গান শুনে সংগীতপ্রেমীরাও ক্ষেপেছেন। অনেকেরই ভাষ্য, গানটি এআই দিয়ে বানানো।
একজন লিখেছেন, “অতি জঘন্য।”
“এই গান এতটাই কাছের যে, যত্রতত্র শুনতে ভালো লাগে না,” লিখেছেন আরো একজন।
কেউ আবার মন্তব্য করেছেন, গানটির মাধ্যমে অরিজিৎকে অপমান করা হয়েছে।
‘জিরো বিট’ নামে এক ইউটিউব চ্যানেলে ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি প্রকাশ করা হয়। এই চ্যানেলের অন্যান্য যেসব গান প্রকাশ হয়েছে তার বেশিরভাগই অরিজিৎ সিংয়ের গাওয়া।
২০০০ সালে মৌসুমী ভৌমিকের ‘এখনো গল্প লেখো’ অ্যালবামে ‘আমি শুনেছি সেদিন তুমি’ প্রকাশ করা হয়। তিনি এই গানের একই সঙ্গে গীতিকার ও সুরকার। এই গান দিয়ে দুই বাংলায় দারুণ পরিচিতি পান মৌসুমী।
এদিকে কলকাতার আর জি কর কাণ্ড নিয়ে গান বেঁধে ভক্তদের ভালোবাসা ভাসছেন অরিজিৎ। কলকাতার এই হাসপাতালের চিকিৎসককে হত্যা-ধর্ষণের ঘটনায় আন্দোলনে নামা মানুষদের মুখে মুখে এখন ফিরছে অরিজিতের ‘আর কবে’ গানটি।