অক্টোবরের ১১ তারিখ মুক্তি পাচ্ছে ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’।
Published : 03 Oct 2024, 01:05 PM
ছাত্র আন্দোলনের জোয়ারে আটকে পড়া প্রেমের গল্পের সিনেমা ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’ মুক্তি পাচ্ছে চলতি মাসে।
‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের এই সিনেমাটি নির্মাণ করেছেন রেজাউর রহমান। গ্লিটজকে তিনি বলেছেন, অক্টোবরের ১১ তারিখ ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’।
রেজাউর বলেন, "গত জুলাই থেকেই প্রচার চলছে, কারণ ওই মাসেই মুক্তির কথা ছিল। কিন্তু আন্দোলনের জন্য পিছিয়ে দেওয়া হয়। এখন অবশ্য পূজার ছুটিতে দর্শকরা এটা উপভোগ করতে পারবেন।"
চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং হয়েছে।
চিত্রনাট্য নিয়ে পরিচালক বলেন, "এটি একটি তীব্র প্রেমের গল্প। সামাজিক স্টিগমা নিয়ে গল্পটা সাজানো হয়েছে। অনেকটা রমকম ঘরানার। মানুষ দেখে মজা পাবে। বাঙালি বিয়ের অনুষ্ঠানে যা যা হয়, তা দেখানো হয়েছে। একজন ইভেন্ট ম্যানেজারের দিকটাও দেখানো হয়েছে এই গল্পে।"
প্রত্যাশা কেমন, সেই প্রশ্নে রেজাউরের জবাব, "প্রত্যাশা তো আছেই, সিনেমাটি মুক্তি পেলে আমার জন্য যেমন চাপ কমবে তেমনই দর্শককেও একটা বড় রিলিফ দেবে। জুলাইয়ে আমরা এত এত খারাপ দিন পার করেছি, অনেকের জন্য হয়ত সেসব দিন কাটিয়ে ওঠা কষ্টের। তবে যেহেতু সব কিছু স্বাভাবিক হতে চলেছে, তাই সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে। গল্পটা খবুই সাধারণ। দর্শকের ভালো লাগবে।"
‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’ সিনেমার তিনটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সায়েদ জামান শাওন, কারিনা কায়সার।
এ সিনেমায় দীঘিকে ভিন্ন চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন জানিয়েছেন রেজাউর।
তার ভাষ্য, "দীঘিকে একটু অন্যরকম ভাবে দেখতে পাবে দর্শক। এফডিসি ঘরানার বাইরে গিয়ে দীঘিকে নতুন ভাবে দেখা যাবে। মেয়েটি বাস্তব জীবনে যেমন এখানেও তেমনটাই দেখানো হয়েছে।"
এই সিনেমায় আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, মনিরা আক্তার মিঠু, রোজী সিদ্দিকীসহ অনেকে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিনেমাটি।