সোশাল মিডিয়ায় রীতিমত ময়নাতদন্ত চলছে দক্ষিণ ভারতের এই তারকা দম্পতিকে নিয়ে।
Published : 14 Oct 2022, 02:24 PM
বিয়ের মাত্র চার মাসের মাথায় যমজ সন্তানের ‘মা-বাবা’ হওয়ার ঘোষণা দিয়ে চমকে দিয়েছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী নয়নতারা এবং পরিচালক ভিগনেশ শিবান, সেই সঙ্গে জন্ম দিয়েছেন নানা প্রশ্নের।
তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান ঘোষণা দিয়েছেন, এ বিষয়ে তারকা দম্পতির ব্যাখ্যা চাইবেন তারা।
কিন্তু বিতর্ক কী নিয়ে? বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর এ বছরের জুনে মহাবালিপুরমে গাঁটছড়া বাঁধেন নয়নতারা আর ভিগনেশ। চার মাসের মাথায় গত রোববার ভিগনেশ ইন্সটাগ্রামে যমজ ছেলের গর্বিত বাবা-মা হওয়ার খবর দিয়ে ভক্তদের অবাক করে দেন।
যমজ বাচ্চাদের পা ছুঁয়ে থাকা নিজেদের ছবি শেয়ার করে তিনি লেখেন, "নয়ন এবং আমি বাবা ও মা হয়েছি। দুই সন্তান আমাদের জন্য আশীর্বাদ।"
হিন্দিুস্তান টাইমস লিখেছে, ওই খবরে রীতিমতো হৈচৈ পড়ে যায় সোশাল মিডিয়ায়। ভক্তদের অনেকেই অনুমান করে নেন, তাদের বাচ্চাদের জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে।
ওই আলোচনায় যোগ দেন আইন বিশেষজ্ঞরাও। সারোগেসির মাধ্যমে বাচ্চা নিতে গিয়ে নয়নতারা ও ভিগনেশ আইন ভেঙেছেন কি না- সেই বিচার বিশ্লেষণ শুরু হয়।
একজন নারীর গর্ভে অন্য দম্পতির সন্তান ধারণ বা ‘সারোগেসি’ শব্দটি ভারতীয়দের কাছে অচেনা নয়।
শাহরুখ খান, করণ জোহর, প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের মত অনেক বলিউড তারকাই সন্তান নিতে সরোগেসি পদ্ধতির আশ্রয় নিয়েছেন।
কিন্তু ভারত সরকার এ বছর জানুয়ারি থেকে সারোগেসি অবৈধ ঘোষণা করেছে। কেবল যারা সন্তান ধারণে অপারগ, তারাই নির্ধারিত বয়সের সীমা মেনে এ পদ্ধতিতে বাচ্চা নিতে পারবেন।
আর নয়নতারা-ভিগনেশের মা-বাবা হওয়া নিয়ে বিতর্ক এখানেই। বিষয়টি শেষ পর্যন্ত সরকার পর্যন্ত গড়িয়েছে।
দ্য নিউজ মিনিটের প্রতিবেদন বলছে, সোমবার চেন্নাইয়ে একটি সংবাদ সম্মেলনে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রীকেও এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়।
একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, চার মাস আগে বিয়ে করা নয়নতারা-ভিগনেশ আইনত সারোগেসির মাধ্যমে সন্তান নিতে পারেন কি না। এবং তাদের ক্ষেত্রে সময়ের কোনো বিধিনিষেধ কার্যকর ছিল কি না।
উত্তরে মন্ত্রী জানান, এর ব্যাখ্যা খুঁজতে শিগগিরই রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে তদন্ত শুরুর নির্দেশ দেবেন তিনি।
পুরো বিতর্ক আবর্তিত হচ্ছে সারোগেসি নিয়ে যদিও নয়নতারা বা ভিগনেশ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও দেননি।
হিন্দুস্তান টাইমস লিখেছে, ভারতে সারোগেসি (নিয়ন্ত্রণ) আইন পাস হয় ২০২১ সালের ডিসেম্বর মাসে। নয়নতারা ও ভিগনেশ সম্ভবত তার আগেই সারোগেসি পদ্ধতি শুরু করেছিলেন, যখন আইনি কোনো বাধা ছিল না।
এ বছর ২৫ জানুয়ারি কার্যকর হওয়া আইন অনুযায়ী, কেবল যাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, সেসব দম্পতি সারোগেসির অনুমতি পাবেন। পাশাপাশি ৩৫ থেকে ৪৫ বছর বয়সী ভারতীয় নারী, যারা বিধবা কিংবা বিবাহবিচ্ছেদ হয়েছে, তারাও সারোগেসির মাধ্যমে সন্তান নিতে পারবেন।
২০১৫ সালে ভিগনেশের পরিচালনায় ‘রানুম রউডি ধান’ সিনেমায় কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নয়নতারা; পরবর্তীতে একটি পুরস্কার বিতরণী আয়োজনে প্রথমবারের একসঙ্গে দেখা যায় তাদের। দুজনেরেই বয়স এখন ৩৭।
এ বছর জুনে তাদের বিয়েতে রজনীকান্ত, শাহরুখ খান, বিজয় সেতুপতি, মনিরত্নমের মত সেলিব্রিরাও উপস্থিত ছিলেন।