কালো শার্ট পরা সোনালি রঙা চুলের পুরুষটির কাধে মাথা রাখতে দেখা গেছে অভিনেত্রীকে।
Published : 17 Jul 2023, 04:39 PM
অবশেষে গোপনীয়তার ভেঙে হবু সন্তানের বাবাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ।
এপ্রিলে মা হওয়ার ঘোষণা দিলেও সন্তানের পিতৃপরিচয় গোপনই রেখেছিলেন এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরে তা নিয়েই জল্পনায় ছিলেন ভক্ত-অনুরাগীরা।
গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রেমিকের নাম পরিচয় গোপন রেখে তার ছবি প্রকাশ করেছেন নায়িকা।
হাসিখুশি তিনটি ছবির একটি কোলাজ শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ডেট নাইট’। ছবিতে কালো শার্ট পরা সোনালি রঙা চুলের পুরুষটির কাধে মাথা রাখতে দেখা গেছে অভিনেত্রীকে।
মাস দুয়েক আগে ইনস্টাগ্রামে বেবিমুনের কিছু ছবির পাশাপাশি সঙ্গীর সঙ্গে কয়েকটি ছবি স্টোরি পোস্ট করে প্রথম সন্তানের বাবার ইঙ্গিত ইলিয়ানা দেন বলে এনডিটিভি জানিয়েছে।
একই ঘরে তোলা কালো পোশাক পরা বেবিবাম্পের তিনটি ছবিতে শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘বাম্প সতর্কতা’।
সেদিন ইনস্টাগ্রাম স্টোরিতেও বেশ কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। এক ছবিতে সাগরপারে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর আভাস পাওয়া যায়। পুরুষ হাতটির ওপরে ইলিয়ানা রেখেছিলেন নিজের হাত। দুজনের আঙুলে ছিল আংটি।
সেই ছবির ক্যাপশনে ইলিয়ানা লেখেন, ‘খাবার খাওয়ার সময় বিরক্ত করাই আমার কাছে ভালোবাসা’।
অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল অভিষেক বচ্চনের বিপরীতে ‘দ্য বিগ বুল’ সিনেমায়।