শাকিব ছাড়াও অনন্ত জলিলের 'কিল হিম', সিয়াম আহমেদের ‘পোড়ামন ২’ দেখানো হবে দিনটিতে।
Published : 31 Mar 2025, 09:50 AM
ঈদ উপলক্ষে বরাবরের মত এবারো টেলিভিশন স্টেশনগুলোতে প্রচার করা হবে বেশকিছু পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
এসব সিনেমার মধ্যে প্রাধান্য ধরে রেখেছে সুপারস্টার শাকিব খানের চলচ্চিত্র। চ্যানেল আই, এনটিভিসহ বিভিন্ন স্টেশনের পর্দায় চলবে এই নায়কের ‘শিকারি’, 'ভালোবাসা আজকাল', ‘রাজকুমার’ ও ‘কোটি টাকার কাবিন’ সিনেমাটি। এগুলোর মধ্যে 'ভালোবাসা আজকাল' দেখানো হবে তিনটি টেলিভিশনের পর্দায়, ‘শিকারি’ চলবে দুইটিতে।
শাকিব ছাড়াও অনন্ত জলিলের 'কিল হিম', সিয়াম আহমেদের ‘পোড়ামন ২’ দেখানো হবে দিনটিতে।
ঈদের দিন কিছু সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারও হচ্ছে টেলিভিশনের পর্দায়।
চ্যানেল আইয়ে 'কিল হিম'
ঈদের দিন সকালে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা ‘কিল হিম’। সকাল সোয়া দশটায় দেখা যাবে সিনেমাটি। এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন এমডি ইকবাল। অনন্ত-বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, কলকাতার রাহুল দেবসহ অনেকে।
এনটিভিতে শাকিবের ‘শিকারি’
এনটিভিতে সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হবে শাকিব খানের সিনেমা ‘শিকারি'। আব্দুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন জয়দেব মূখার্জী। যৌথ প্রযোজনার এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রাহুল দেব, অমিত হাসানসহ অনেকে।
বিকেল সাড়ে ৪টায় দেখা যাবে সিনেমা 'ভালোবাসা আজকাল'। রোমান্টিক কমেডি ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন পি এ কাজল। অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহী, আলীরাজ, মিশা সওদাগর, কাবিলাসহ অনেকে।
আরটিভিতেও শাকিবের 'ভালোবাসা আজকাল'
ঈদের প্রথম দিন সকাল ১০টা ১০মিনিটে আরটিভিতে দেখা যাবে শাকিব খানের 'ভালোবাসা আজকাল'। রোমান্টিক কমেডি ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন পি এ কাজল। অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহী, আলীরাজ, মিশা সওদাগর, কাবিলাসহ অনেকে।
দুপুর ২টা ১০ মিনিটে দেখা যাবে বাংলা সিনেমা 'পোড়ামন ২'। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটি। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফী।
বৈশাখীতে 'কোটি টাকার কাবিন'
বৈশাখী টেলিভিশনে ঈদের দিন দুপুর আড়াইটায় দেখা যাবে 'কোটি টাকার কাবিন'। এফ আই মানিকের পরিচালনায় সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রাজ্জাক, সুচরিতা, ফারুক, ডিপজলসহ অনেকে।
মাছরাঙায় 'ভালোবাসা আজকাল'
মাছরাঙা টেলিভিশনে দুপুর আড়াইটায় দেখা যাবে দেখা সিনেমা 'ভালোবাসা আজকাল'। রোমান্টিক কমেডি ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন পি এ কাজল। অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহী, আলীরাজ, মিশা সওদাগর, কাবিলাসহ অনেকে।
দীপ্ততে 'মেঘনা কন্যা' ও 'শিকারি'
দীপ্ত টিভিতে সকাল ৯টায় দেখা যাবে 'মেঘনা কন্যা'। গত বছরের রোজার ঈদে মুক্তি পেয়েছিল, এবার দীপ্ততে টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমাটির। সিনেমাটি পরিচালনা করেছেন ফুয়াদ চৌধুরী। এতে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, সেমন্তী সৌমি, সাজ্জাদ, ফজলুর রহমান বাবু।
দুপুর ১টায় এই টেলিভিশনের পর্দায় দেখা যাবে শাকিব খানের সিনেমা 'শিকারি'। আব্দুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন জয়দেব মূখার্জী। যৌথ প্রযোজনার এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রাহুল দেব, অমিত হাসানসহ অনেকে।
এটিএন বাংলায় ‘রাজকুমার’
শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমাটি দেখা যাবে ঈদের দিন আড়াইটায় এটিএন বাংলায়। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহিসহ অনেকে। গত বছরের রোজার ঈদে মুক্তি পায় সিনেমাটি।