আগামী মাসের ১১ তারিখ থেকে টিম নিয়ে শুটিংয়ে নামছেন রাজ।
Published : 23 Feb 2024, 11:27 AM
অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে নতুন সিনেমা আনতে চলেছেন কলকাতার নির্মাতা রাজ চক্রবর্তী।
সিনেমার নাম না জানিয়ে সংবাদ প্রতিদিন লিখেছে, আগামী মাসের ১১ তারিখ থেকে টিম নিয়ে শুটিংয়ে নামছেন রাজ।
এভিএফ প্রযোজনা সংস্থার ব্যানারেই তৈরি হবে এই সিনেমা।
রাজ বর্তমানে ব্যস্ত আছেন ‘বাবলি’ নামের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে। ঋত্বিকও মনযোগী ওয়েব সিরিজে। রাইমা সেনের সঙ্গে ঋত্বিকের ‘কলঙ্ক’ কিছুদিন আগে মুক্তি পেয়েছেন ওটিটিতে।
নির্মাতা রাজের এই সিনেমায় মিঠুনের কাজ করার খবর এসেছিল গেল ডিসেম্বরে। শোনা গিয়েছিল, রাজের অ্যাকশন থ্রিলারে আসছেন মিঠুন।
কিছুদিন আগে কলকাতায় ‘শাস্ত্রী’ সিনেমার শুটিং ফ্লোরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসাপাতালে নিয়ে যাওয়া হয় মিঠুনকে। হাসপাতালে ভর্তির পর জানা যায় এই অভিনেতা ‘ইস্কিমিক স্ট্রোকে’ আক্রান্ত হয়েছেন।
কয়েকদিন আইসিইউতে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মিঠুন। যোগ দিয়েছেন কাজেও।