গত বছর নেটফ্লিক্সের সিনেমায় অভিনয়ের পাশপাশি প্রযোজনাও করেছেন স্যান্ডলার।
Published : 09 Mar 2024, 08:38 PM
ফেলে আসা বছরে চারটি সিনেমা করে সাত কোটি ৩০ লাখ ডলার আয় করেছেন হলিউডি অভিনেতা অ্যাডাম স্যান্ডলার।
আর বিপুল অংকের এই রোজগার করায় স্যান্ডলারকে হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা বলছে ফোর্বস ম্যাগাজিন।
বিবিসি লিখেছে, গত বছর নেটফ্লিক্সের সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন স্যান্ডলার।
২০২৩ সালে স্যান্ডলার অভিনয় করেছেন 'মার্ডার মিস্ট্রি টু', 'ইউ আর সো নট ইনভাইটেড টু মাই ব্যাট মিটজভাহ' ও 'লিও' সিনেমায়। আর প্রযোজনা করেছেন পিয়ার্স ব্রসনান অভিনীত 'দ্য আউট-লজ'।
এই চার সিনেমার মধ্যে 'মার্ডার মিস্ট্রি টু' নেটফ্লিক্সের ২০২৩ সালের পঞ্চম সর্বাধিক দেখা সিনেমা।
এর আগেও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতার তালিকায় নাম উঠেছিল স্যান্ডলারের। ২০০২ সালে তার আয় ছিল চার কোটি ৭০ লাখ ডলার।
‘বার্বি’ সিনেমার জন্য এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন মার্গট রবি। এই অভিনেত্রী কেবল বার্বি চরিত্রই করেননি, সিনেমাটির প্রযোজকদেরও একজন তিনি। বার্বি থেকে রবির আয় পাঁচ কোটি ৯০ লাখ ডলার।
ফোর্বসের তালিকায় তৃতীয় অবস্থানে আছেন তারকা অভিনেতা টম ক্রুজ। তার সর্বশেষ ছবি ‘মিশন ইম্পসিবল’ সিরিজের সপ্তম সিনেমাটি খুব একটা না চললেও ২০২২ সালের 'টপ গান: ম্যাভেরিক' এর জন্য তৃতীয় স্থান দখল করে রেখেছেন তিনি।
আর ‘বার্বি’ সিনেমার জন্য রায়ান গসলিং এবং ‘ওপেনহাইমার’র ম্যাট দুজনেই আয় করেছেন চার কোটি ৩০ লাখ ডলার। গসলিং ও ডেমন দুজনেই যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন।
'মার্ডার মিস্ট্রি টু' সিনেমায় অ্যাডাম স্যান্ডলারের সহশিল্পী জেনিফার অ্যানিস্টন আয় করেছেন চার কোটি ২০ লাখ ডলার। তার অবস্থান ষষ্ঠতে।
সপ্তম স্থানে যৌথভাবে আছেন টাইটানিক খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং জেসন স্ট্যাথাম।
ক্যাপ্রিওর গত বছরের মুক্তি পাওয়া সিনেমা ছিল ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। আর ‘ফাস্ট এক্স’, ‘মেগ ২: দ্য ট্রেঞ্চ’, ‘এক্সপেন্ডেবলস’ এবং ‘অপারেশন ফরচুন: রুস ডি গুয়েরে’ সিনেমা চারটি করেন স্ট্যাথাম।
‘এয়ার’ সিনেমা করে তিন কোটি ৮০ লাখ ডলার আয় করে নবম স্থানে আছেন বেন অ্যাফ্লেক।
আর ১০ জনের এই তালিকায় সর্বশেষ স্থানে আছেন ডেনজেল ওয়াশিংটন।
‘ইকুয়ালাইজার’ সিনেমা করে দুই কোটি ৪০ লাখ ডলার আয় হয়েছে ৬৯ বছর বয়সী এই অভিনেতার।