যিনি 'স্টার ওয়ার্স' সিরিজে ভিলেইন চরিত্র ‘ডার্থ ভেডারের’ কণ্ঠ দিয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন।
Published : 10 Sep 2024, 09:14 PM
মার্কিন জনপ্রিয় অভিনেতা জেমস আর্ল জোন্স মারা গেছেন, যিনি 'স্টার ওয়ার্স' সিরিজে ডার্থ ভেডার চরিত্রে কণ্ঠ দিয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন।
সোমবার ৯৩ বছর বয়সী এই অভিনেতা নিজ বাড়িতেই মারা গেছেন।
সংবাদমাধ্যম ডেডলাইনকে খবরটি জানিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট গ্রুপে তার প্রতিনিধি ব্যারি ম্যাকফারসন।
মঞ্চ ও পর্দায় অভিনয়ের জন্য ‘যুক্তরাষ্ট্রের অন্যতম বিশিষ্ট ও বহুমুখী’ অভিনেতা হিসেবে ব্যাপকভাবে পরিচিত জোন্স। এই অভিনেতা তার ক্যারিয়ারে এমি, গ্র্যামি, টনি ও অস্কার পুরস্কার জিতেছেন।
এর মধ্যে দুইটি এমি অ্যাওয়ার্ড, তিনটি টনি অ্যাওয়ার্ড, একটি গ্র্যামি এবং ২০১১ সালে একটি সম্মানসূচক অস্কার পুরস্কার অর্জন করেছেন।
দীর্ঘ ষাট বছরের ক্যারিয়ারে ২০০ এর বেশি জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন এই অভিনেতা।
ষাটের দশকের শুরুর দিকে টিভিতে অতিথি চরিত্রে অভিনয় দিয়ে শুরু হয় তার যাত্রা। ১৯৬৪ সালে স্ট্যানলি কুব্রিকের পরিচালনায় রাজনৈতিক ঘরানার ব্ল্যাক কমিডি ফিল্ম 'ডক্টর স্ট্রেঞ্জলাভ অর: হাউ আই লার্নড টু স্টপ ওয়ারিয়িং অ্যান্ড লাভ দ্য বোম্ব' তে অভিনয় করেছেন।
তবে এই অভিনেতা ১৯৭৭ সালে 'স্টার ওয়ার্স' সিনেমায় ডার্থ ভেডারের কণ্ঠ দেওয়ার পর ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেন।
এছাড়াও ১৯৮০ সালে 'দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক' এবং ১৯৮৩ সালে 'রিটার্ন অব দ্য জেডি' সিনেমাতেও এই চরিত্রে কণ্ঠ দেন।
২০০৫ সালে 'স্টার ওয়ার্স: রিভেঞ্জ অফ দ্য সিথ', ২০১৬ সালের 'রোগ ওয়ান: এ স্টার ওয়ার্স স্টোরি', ২০১৯ সালে 'স্টার ওয়ার্স: দ্য রাইজ অব স্কাইওয়াকার' সিনেমায় তিনি এই চরিত্রে পুনরায় কণ্ঠ দেন।
অস্কারজয়ী অভিনেত্রী অক্টাভিয়া স্পেন্সার তার মৃত্যুতে বলেন, জোন্সের "কণ্ঠস্বর এবং প্রতিভা চিরকাল মনে রাখা হবে এবং তার মিথিক চরিত্র এবং সিনেমায় প্রভাব বর্ণনা করার মতো নয়।"
১৯৩১ সালে মিসিসিপির আরকাবুতলায় জন্মগ্রহণ করেন জোন্স। তিনি শৈশব থেকেই তোতলা ছিলেন।
জোন্স বলেছিলেন, কবিতা এবং অভিনয় তাকে তার অক্ষমতার চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সহায়তা করেছিল।
'দ্য গ্রেট হোয়াইট হোপ' সিনেমায় জোন্সের ভূমিকার জন্য প্রধান অভিনেতা হিসেবে অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন এবং ২০১২ সালে অনুষ্ঠানে তাকে সম্মানসূচক অস্কার দেওয়া হয়।