‘সুড়ঙ্গ’ টিমকে প্রসেনজিৎ-শুভশ্রীদের শুভেচ্ছা

শুক্রবার দেশের সীমানা পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে  ‘সুড়ঙ্গ’ এসেছে ৩১টি হলে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2023, 12:01 PM
Updated : 22 July 2023, 12:01 PM

দেশের তুলনায় ভারতে পশ্চিমবঙ্গের বেশি সংখ্যক হলে মুক্তি পেয়েছে রায়হান রাফির সিনেমা ‘সুড়ঙ্গ’ । আর এই ছবি মুক্তি ঘিরে ‘সুড়ঙ্গ’ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ অনেকে।

গত মাসে কোরবানির ঈদে দেশের বিভিন্ন জায়গায় ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছিল মোট ২৮টি প্রেক্ষাগৃহে। আর শুক্রবার দেশের সীমানা পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ এসেছে ৩১টি হলে। সিনেমার প্রিমিয়ার শো হয় ওই দিন সন্ধ্যা ৭টায় কলকাতার অ্যাক্রোপলিস মলে।

সিনেমা মুক্তি উপলক্ষে কলকাতায় আছেন রির্মাতা রাফি এবং সিনেমার দুই প্রধান শিল্পী আফরান নিশো ও তমা মির্জা।

প্রসেনজিৎ লিখেছেন, “‘সুড়ঙ্গ’ টিমের প্রত্যেককে জানাই অসংখ্য শুভেচ্ছা’।

অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী শুভশ্রী।

পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ সিনেমার পরিবেশকের দায়িত্ব নিয়েছে ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কোটেশ ফিল্মস-এসভিএফ। তাদের ফেইসবুক পেইজ থেকেও সিনেমাটির প্রচার চালানো হচ্ছে। এর আগে গত ১৬ জুলাই সিনেমার ট্রেইলারও প্রকাশ করেছে এসভিএফ। 

ভারতের আগে অস্ট্রেলিয়ায় মুক্তি পায় 'সুড়ঙ্গ', চলছে দেশটির ১৬টি হলে।

নির্মাতা রাফী জানান, আগামী ২৮ জুলাই আমেরিকার হলে হলে পৌঁছে যাবে তার এই সিনেমা। সেখানে চলবে ১০৫ হলে। সব মিলিয়ে আগামী মাস থেকে বিশ্বজুড়ে ২০৫ হলে ‘সুড়ঙ্গ’ দেখতে পাবেন দর্শক।

পুরনো খবর

Also Read: ভারতে ‘সুড়ঙ্গ’ টিমের সাথে সৃজিত ও জয়া

Also Read: ঈদের সিনেমা: এখনও দাপট দেখাচ্ছে ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’

Also Read: বাংলাদেশের চেয়ে ভারতে বেশি প্রেক্ষাগৃহে ‘সুড়ঙ্গ’

Also Read: ‘সুড়ঙ্গ’ টিম টাঙ্গাইলে, জন্মভূমিতে অভিভূত নিশো

Also Read: ‘সুড়ঙ্গ’ যাচ্ছে পশ্চিমবঙ্গে, অপেক্ষা সেন্সরবোর্ডের ছাড়পত্রের

Also Read: শুটিংয়ে কতটা কাঠখড় পুড়িয়েছে ‘সুড়ঙ্গ’ টিম?