শুভর বিপরীতে কলকাতার অভিনেত্রী সৌরসেনী মৈত্র কাজ করবেন 'জ্যাজ সিটিতে’।
Published : 10 Nov 2024, 07:58 PM
একাত্তরের মুক্তিযুদ্ধের গল্প আশ্রয় করে ঢাকার অভিনেতা আরিফিন শুভকে নিয়ে সিরিজ বানাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৌমিক সেন।
আনন্দবাজার লিখেছে, ‘জ্যাজ সিটি’ নামের ওই সিরিজের শুটিং শুরু হয়ে গেছে। শুভ এই কাজে কলকাতায় পা রেখেছেন শুক্রবার।
শুভর বিপরীতে কলকাতার অভিনেত্রী সৌরসেনী মৈত্র কাজ করবেন 'জ্যাজ সিটিতে’।
সৌমিক জানিয়েছেন ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজ়ের শুটিং চলবে। সিরিজে মুক্তিযুদ্ধের ঘটনা তুলে ধরা হলেও বাংলাদেশে শুটিং করার কোনো পরিকল্পনা নেই এই নির্মাতা।
সিরিজের গল্পে পুরনো কলকাতা শহরের আবহ তুলে ধরতে একটি ‘জ্যাজ ক্লাব’ দেখানো হবে বলে জানিয়েছেন সৌমিক। এছাড়া ইংরেজিসহ নানা ভাষার গান শোনা যাবে সিরিজে, শোনা যাবে মুম্বাইয়ের এক জ্যাজ গায়িকার কণ্ঠও।
আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে সৌরসেনী মৈত্র। এছাড়াও রয়েছেন, টলিগঞ্জ এবং হিন্দি সিনেমার একাধিক অভিনেতা। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সিরিজর শুটিং।
সিরিজটির খবর জানতে শুভকে ফোন করা হলেও তার সাড়া মেলেনি। ‘জ্যাজ সিটি’ দেখা যাবে সোনি লিভ ওয়েব প্ল্যাটফর্মে।
সৌমিক এর আগে ‘জুবিলি’ সিরিজ বানিয়ে সাড়া তুলেছিলেন।
এর আগে কলকাতার পরিচালক-অভিনেতা অরিন্দম শীলের ওয়েব সিনেমা ‘১৯ এপ্রিল’ এ কাজ করেছেন শুভ। এছাড়া ওরাহুল মুখার্জির সিরিজ ‘লহু’তেও দেখা যাবে তাকে।
শুভ এবং মন্দিরা চক্রবর্তী অভিনীত ‘নীল চক্র’ সিনেমাটি দেশে অগাস্টে মুক্তির কথা থাকলেও, সরকার পতন এবং পরবর্তী পরিস্থিতিতে তা হয়নি।
শুভর মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা হল ‘মুজিব: একটি জাতির রূপকার’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক সিনেমাটি নির্মিত হয়েছে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায়, পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল।