নিজের আঠারোতম জন্মবার্ষিকীতে লস অ্যাঞ্জেলেসের আদালতে এই আবেদন করেন শিলো নুভেল জোলি-পিট।
Published : 04 Jun 2024, 12:00 AM
নিজের নামের সঙ্গে বাবার পদবি বাদ দিতে চান হলিউড তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি মেয়ে অভিনেত্রী শিলো নুভেল জোলি-পিট।এজন্য আদালতের দ্বারস্থ হয়েছে তিনি।
বিবিসি লিখেছে গত ২৭ মে নিজের আঠারোতম জন্মবার্ষিকীতে লস অ্যাঞ্জেলেসের আদালতে এই আবেদন করেন শিলো নুভেল । এই তরুণী অ্যানিমেটেড চলচ্চিত্র কুংফু পান্ডা ৩-এ কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন।
আট বছর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে পিটের সঙ্গে বিচ্ছেদের আবেদন করেন জোলি। তবে ওই আবেদনের নিষ্পত্তি এখনও হয়নি। এরমধ্যে ফ্রান্সে তাদের যৌথ সম্পত্তি ‘শ্যাঁতো মিরাভাল’ এবং ওয়াইনারি নিয়ে দুই বছর ধরে পাল্টা পাল্টি মামলা চালিয়ে যাচ্ছেন জোলি ও পিট।
শ্যাঁতো মিরাভালের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা এবং সেখানে লুটপাটের অভিযোগে পিট ও তার সহযোগীদের বিরুদ্ধে বছরখানেক আগে মামলা করে জোলির সাবেক বিনিয়োগ কোম্পানি ‘নওভেল’। মামলায় পিট ও তার সহযোগীদের কাছে ৩৫ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়। এর মধ্যে পিটের পদবি নিজের নাম থেকে বাদ দিতে চাইছেন তার মেয়ে।
পিট এবং জোলির ছয় সন্তান। তারা হলেন- ম্যাডক্স, জাহারা, শিলো, প্যাক্স এবং যমজ নক্স ও ভিভিয়েন। ছেলেমেয়েরা বর্তমানে জোলির অভিভাবকত্বে রয়েছে।
শিলো ভাইবোনদের মধ্যে তৃতীয়। তবে এই তরুণী প্রথম নন যিনি বাবার নামকে বাদ দিতে চলেছেন। তার ১৫ বছর বয়সী বোন ভিভিয়েন বছরের শুরুতে একটি মঞ্চনাটকে অংশ নিয়েছিলেন। ওই নাটকে কলা-কুশলীদের তালিকায় ভিভিয়েন যে নাম ব্যবহার করেছিলেন, সেখানে কেবল তার মায়ের নাম ‘জোলি’ যুক্ত ছিল।
জোলি-পিটের বড় মেয়ে জাহারা কলেজের আলফা কাপ্পা আলফা সোরোরিটিতে যোগ দেওয়ার সময় নিজেকে পরিচয় দেন জাহারা মার্লে জোলি হিসেবে।
তবে ভাইবোনদের মধ্যে শিলোই প্রথম, যিনি এই কাজে আইনি পথে হাঁটলেন।
টানা এক দশক ধরে প্রেম করে ২০১৪ সালে বিয়ে করে ঘর বেঁধেছিলেন জোলি ও পিট। মাত্র দুবছরের মাথায়, ২০১৬ সালে ভেঙে যায় সেই সংসার।
বিয়ের আগে প্রেমপর্ব চলার সময় ২০০৮ সালে ফরাসি এস্টেট ‘শ্যাঁতো মিরাভাল’ কিনেছিলেন পিট ও জোলি। বিয়ের অনুষ্ঠান তারা সেখানেই সেরেছিলেন।
এই সম্পত্তি নিয়ে মামলা চলার সময় জোলির আইনজীবী পল মারফি সে সময় সিএনএনকে দেওয়া এক বিবৃবতিতে বলেন, ২০১৬ সালে ব্যক্তিগত বিমানের ভেতরে জোলির ওপরে ‘মাতাল’ পিট চড়াও হয়েছিলেন। দু সপ্তাহের ছুটি কাটিয়ে সেদিন ছয় বাচ্চাকে নিয়ে ব্যক্তিগত বিমানে চড়ে লস অ্যাঞ্জেলেসে ফিরছিলেন জোলি ও ব্র্যাড। হঠাৎই জোলির উপর ক্ষেপে যান পিট। সে সময় পিটকে থামানোর চেষ্টা করে শারীরিকভাবে হেনস্তার শিকার হন বলে জোলির অভিযোগ।
'শ্যাঁতো মিরাভাল' নিয়ে ফের আইনি জটিলতায় পিট
এছাড়া লস অ্যাঞ্জেলসে পৌঁছানোর পরও পিট স্ত্রী জোলি এবং বাচ্চাদের বিমান থেকে নামতে দেননি, সেখানে বাচ্চাদের নিয়ে জোলি অন্তত ২০ মিনিট আটকে ছিলেন।
পল মারফি বলেন “সেই দুর্ভাগ্যজনক বিমান যাত্রার সাত বছর পরেও পিট ওই ঘটনা অস্বীকার করেননি।”
তবে পিটের একজন প্রতিনিধি এর বিরোধিতা করে সিএনএনকে বলেছিলেন, "পিট যা করেছেন তার দায় স্বীকার করেছেন, তবে তিনি যা করেননি তার জন্য তিনি তা তিনি কখনোই করবেন না।“
বিমানের ভেতরে ওই ঘটনার পর পিটর বিরুদ্ধে এফবিআইয়ের কাছেও অভিযোগ করেন জোলি। এফবিআইয়ের কাছে সাবেক স্ত্রীকে নির্যাতনের কথা অস্বীকার করলেও মদ্যপানের অভ্যাসের কথা স্বীকার করেন পিট।