‘ডে ড্রিংকার’ হল বিখ্যাত জন উইক ফ্র্যাঞ্চাইজির প্রযোজকদের তৈরি সিনেমা।
Published : 06 Nov 2024, 02:02 PM
হলিউডি অভিনেতা জনি ডেপকে আগামীতে পাওয়া যাবে ‘ডে ড্রিংকার’ সিনেমায়; যেখানে তিনি চতুর্থবারের মত জুটি বাঁধছেন অভিনেত্রী পেনেলোপে ক্রুজের সঙ্গে।
‘দ্য হলিউড রিপোর্টার’ লিখেছে ‘ডে ড্রিংকার’ হল বিখ্যাত জন উইক ফ্র্যাঞ্চাইজির প্রযোজকদের তৈরি সিনেমা।
এই সিনেমাটিকে ডেপের জন্য বড় প্রজেক্ট হিসেবে ধরা হচ্ছে।
এর মাঝে ডেপ ‘জান দ্যু বারি’ সিনেমায় ফরাসি সম্রাট পঞ্চদশ লুই হয়ে পর্দায় আসলেন, দর্শকের মন রাখতে ব্যর্থ হয়েছেন এই অভিনেতা।
এছাড়া সাবেক স্ত্রী তারকা অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বিচ্ছেদের পর নানা রূপে দেখা গেছে ডেপকে। তিনি কনসার্টে গান গেয়েছেন, অ্যালবাম প্রকাশ করেছেন। নিজের আঁকা ছবি লন্ডনের ক্যাসেল ফাইন আর্টের ৩৭টি গ্যালারির মাধ্যমে বিক্রি করে মোটা টাকাও কামিয়েছেন। কিন্তু দারুণ কোনো কাজ এর মধ্যে করে উঠতে পারেননি এই অভিনেতা।
তাই ডেপের ‘ডে ড্রিংকার’র কথা জানাজানি হলে সোশাল মিডিয়ায় সিনেমাটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন অভিনেতার ভক্তরা।
সিনেমাটি পরচিলনা করবেন মার্ক ওয়েব; এই পরিচালক '৫০০ ডেজ অব সামার', 'দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান' এবং এই সিনেমার সিক্যুয়েলের জন্য পরিচিত।
সিনেমাটির চিত্রনাট্য লিখছেন চিত্রনাট্য লিখেছেন জ্যাক ডিয়ান । তিনি 'ফাস্ট এক্স', 'দ্য টুমোরো ওয়ার', 'ডেডফল' এবং 'দ্য গর্জ' সিনেমার চিত্রনাট্য লিখে নাম করেছেন।