"আমার একটা ছাগল কেনার খুব ইচ্ছে ছিল ঈদের আগের দিন রাতে নিজেই বের হয়েছিলাম। গিয়ে একটা ছাগল কিনে নিয়ে এসেছি।"
Published : 21 Jun 2024, 07:56 PM
দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও ঈদের আগের দিন দেশে ফিরে নিজেই বাজারে গিয়ে ছাগল কিনে কোরবানি দিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান।
কোরবানির পশুর হাটে গিয়ে ছাগল কেনার সেই অভিজ্ঞতা একটি সংবাদমাধ্যমে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে নিজেই বলেছেন নানা কাণ্ড ঘটিয়ে নিয়মিত আলোচনায় থাকা এ অভিনেতা।
ঈদ কেমন কাটল, এমন প্রশ্নে জায়েদ খান বলেন, "এবারের ঈদ জার্নিটা খুব কষ্টের। কারণ আমি গত কয়েক মাস ধরেই দেশের বাইরে বাইরে থেকেছি। অস্ট্রেলিয়া থেকে ফিরে দেশে চারদিন থেকে চলে গিয়েছি লন্ডনে। সেখান থেকে এসে একদিন দেশে ছিলাম তারপর চলে গিয়েছি সিঙ্গাপুর। এরপর মুম্বাইতে।
“ঈদের আগের দিন রাতে ফিরেছি মুম্বাই থেকে। গরু পরিবারের সবাই কিনেই রেখেছিল। আমার একটা ছাগল কেনার খুব ইচ্ছে ছিল। ঈদের আগের দিন রাতে নিজেই বের হয়েছিলাম। গিয়ে একটা ছাগল কিনে নিয়ে এসেছি।”
হাটে গেলেও হাট দেখা হয়নি এ চিত্রনায়কের। তার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি গাড়িতেই বসে ছিলাম। মানুষজন দেখেনি। হাটে নামিনি কারণ মানুষের ভিড় হয়ে যায়, ঝামেলা তৈরি হয়ে যায়। দূর থেকেই দেখে গাড়িতে বসেই কিনেছি।"
ঈদে সালামিও পেয়েছেন জায়েদ খান। তিনি জানালেন, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তাকে ‘মোটা অঙ্কের’ সালামি দিয়েছেন।
“তিনি আমার বড় ভাই, বাবার মত। তার হাট থেকে ছাগল কেনার কথা ছিল। কিন্তু আমি গেলে যে ভিড় হবে সেটা ডিপজল ভাই সামলাতে পারবে না। ভাইয়ের সঙ্গে সেলফি তোলার জন্যই অনেক ভিড় হয়ে যায়। সেখানে আমি গিয়ে আর ঝামেলা করতে চাইনি। ঈদের দিন তার বাসায় গেছি। তিনি সালামি হিসেবে একটা টাকার বান্ডিল দিলেন। তাছাড়া আমার পরিবার থেকেও সালামি পেয়েছি।"
চলতি বছর দেশের বাইরে পরপর বেশ কিছু শো রয়েছে জায়েদ খানের। সেগুলোর পোশাক ও ঈদ শপিং করতে মুম্বাই গিয়েছিলেন জানিয়ে এই অভিনেতা বলেন, " মুম্বাই পরিচিত ফিল্ম ইন্ডাস্ট্রি হিসেবে, সেখানে হিরোদের জন্য স্টাইলিশ সব ড্রেস পাওয়া যায়। তাই সব কেনাকাটার জন্য মুম্বাইয়ে যাওয়া হয়।
“মুম্বাইয়ের সব মার্কেট আমার ঘোরা হয়। বড় বড় যত মার্কেট আছে সব জায়গায় যাওয়া হয়। সেখানে পরিচিত দোকানদার আমাকে দেখে বলে, 'জায়েদ ভাই এসেছে। এখন অনেক ড্রেস নিয়ে যাবে। সব ভালো সুন্দর সুন্দর ড্রেস নামিয়ে ভাইকে দেখাও', মানুষ অনেক ভাবে অনেক টাকা ওড়ায়। আমার টাকা যায় শুধু ড্রেসের উপরে।"
গেল ঈদে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ মুক্তি পেয়েছিল। এবার এ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়।
শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে টিভি পর্দায় দেখা যাবে জায়েদ খানের সিনেমাটি।