ইডির জিজ্ঞাসাবাদে ব্যাংক লেনদেনের তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ঋতুপর্ণাকে।
Published : 06 Jun 2024, 01:48 PM
রেশন দুর্নীতির মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) থেকে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছিল আগেই। তিনি হাজির না হওয়ায়, নতুন করে তাকে জেরার জন্য ডাকা হয়েছে।
সংবাদ প্রতিদিন লিখেছে, ইডির প্রথম ডাকের সময় ঋতুপর্ণা দেশের বাইরে ছিলেন। সে সময় তিনি মেইলে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে জানিয়েছিলেন, দেশে ফিরে ইডির সঙ্গে যোগাযোগ করে তাদের দপ্তরে যাবেন।
এর মধ্যে অভিনেত্রী দেশে ফিরলেও ইডির অফিসে যাননি। তাই নতুন করে তাকে আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় সংস্থা। ঋতুপর্ণার ব্যাংক লেনদেনের তথ্য নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চান কর্মকর্তারা।
অভিযোগের বিষয়ে ঋতুপর্ণা এর আগে বলেছিলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। রেশন দুর্নীতি কী, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও কোনো চিঠি আসেনি।”
এর আগে ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক মামলাতেও এ অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
শুক্রবার মুক্তি পাচ্ছে ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত নতুন সিনেমা 'অযোগ্য'। কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমাটি এই দুই অভিনয় শিল্পীর জুটি বাঁধা ৫০তম কাজ।
নতুন সিনেমা মুক্তি আগে ইডির তলবের ঘটনা নিজের জন্য 'সম্মানহানি' বলে মনে করছেন ঋতুপর্ণা।
তিনি বলেন, “সামনে নতুন সিনেমা আসছে। তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হল। একজন অভিনেত্রী, যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন, তার সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া কিন্তু অন্যায়।”
ঋতুপর্ণা নিশ্চিত, তার বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করা হচ্ছে।