অক্ষয় কুমারের ধূমপানবিরোধী বিজ্ঞাপনটি বন্ধ করে দেওয়া হয়েছে, এর জায়গায় এসেছে নতুন বিজ্ঞাপন।
Published : 18 Oct 2024, 07:08 PM
হিন্দি সিনেমার অভিনেতা অক্ষয় কুমারের ধূমপানবিরোধী 'নান্দু বিজ্ঞাপন' ভারতীয় প্রেক্ষাগৃহে আর দেখানো হচ্ছে না। জনপ্রিয় ওই বিজ্ঞাপনের পরিবর্তে এখন নতুন বিজ্ঞাপন দেখানো হচ্ছে।
ইন্ডিয়া টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থিয়েটার (সিবিএফসি) অক্ষয় কুমারের ধূমপানবিরোধী বিজ্ঞাপনটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এর কারণ জানা যায়নি।
সম্প্রতি রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরি অভিনীত 'ভিকি অর বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও' এবং আলিয়া ভাট অভিনীত 'জিগরা' সিনেমাসহ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো প্রদর্শনের সময় হলে নতুন বিজ্ঞাপন দেখানো হয়।
নতুন বিজ্ঞাপনে দেখা গেছে, কীভাবে তামাক ছাড়ার ফলে ২০ মিনিটের মধ্যে একজন মানুষের শরীরে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে।
গত ছয় বছর ধরে প্রেক্ষাগৃহে সিনেমা শুরুর আগে প্রদর্শিত হচ্ছিল অক্ষয়ের সেই বিজ্ঞাপনটি। ২০১৮ সালে 'গোল্ড' সিনেমা মুক্তির সময় বিজ্ঞাপনটির প্রচার শুরু হয় । অক্ষয়ের 'প্যাডম্যান' সিনেমার প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ওই বিজ্ঞাপন।
অভিনেতা অজয় সিং পাল সেখানে নান্দু চরিত্রে অভিনয় করেন, যাকে একটি হাসপাতালের কাছে ধূমপান করতে দেখা যায়। অক্ষয় কুমার তার কাছে গেলে তিনি তার স্ত্রীর সমস্যা নিয়ে আলোচনা করেন। অক্ষয় তখন তাকে ব্যাখ্যা করেন, দুটি সিগারেটের জন্য ব্যয় করা অর্থ দিয়ে স্যানিটারি প্যাড কেনা যায়।
মাল্টিপ্লেক্সের এক কর্মকর্তা বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এটা আমার প্রিয় ধূমপানবিরোধী বিজ্ঞাপন ছিল। কারণ এতে কোনো অস্বস্থিকর দৃশ্য ছিল না, উপরন্তু গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছিল। সিনেমাপ্রেমীদের বিজ্ঞাপনের সংলাপগুলো নকল করতে দেখেও মজা হত।
“ছয় বছর ধরে বিজ্ঞাপনটি দেখছিলেন দর্শক। সিনেমাপ্রেমীরা এর সব লাইন মুখস্থ করে ফেলেছিলেন! আমি নিশ্চিত যে আমি ছাড়াও আরও অনেকে বিজ্ঞাপনটি মিস করবেন।”