স্টার সিনেপ্লেক্সের ছয়টি শাখায় প্রতিদিন মোট ১৮টি শো চলছে সিনেমাটির।
Published : 27 Dec 2024, 03:38 PM
হলিউডে মুক্তির সাতদিন পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজির সিনেমা ‘সোনিক দ্য হেজহগ ৩’।
শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখায় সিনেমাটি দেখানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে।
স্টার সিনেপ্লেক্সের ছয়টি শাখায় প্রতিদিন মোট ১৮টি শো চলছে সিনেমাটির।
সোনিক চলচ্চিত্র সিরিজের তৃতীয় কিস্তি এবং ‘সোনিক দ্য হেজহগ ২’র সিকুয়েল সিনেমা এটি।
চার বছর আগে ‘সোনিক দ্য হেজহগ' র সফলতার পর সিকুয়েল হিসেবে ২০২২ সালে সালে আসে ‘সোনিক দ্য হেজহগ ২।
পরিচালক জেফ ফাউলারের পরিচালনায় সিনেমাটির ভিজ্যুয়াল ইফেক্টস এবং সোনিকের চরিত্রও বেশ প্রশংসিত হয়। প্রথম দুটি সিনেমার সাফল্যের পথ ধরেই এসেছে তৃতীয় কিস্তি।
সিনেমার এই কিস্তিতে দেখা যাবে, সোনিক, টেইলস, এবং নকলস এবার নতুন এক শত্রুর বিরুদ্ধে লড়বে, যেখানে শ্যাডো দ্য হেজহগ নামের এক শক্তিশালী চরিত্রের উপস্থিতি রয়েছে। শ্যাডো এবং সোনিকের মুখোমুখি হওয়া, নকলসের অ্যাকশন এবং অ্যানিমেশন দৃশ্য এগিয়ে নিয়ে যাবে সিনেমাটি।
সিনেমায় সোনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন বেন শোয়ার্টজ। এ ছাড়া নকলস দ্য ইচিডনার চরিত্রে ইদ্রিস আলবা, টেইলসের কণ্ঠে কলিনও শফনেসি এবং ডক্টর রোবটনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন জিম ক্যারি।
আন্তর্জাতিকভাবে সিনেমাটি মুক্তি পেয়েছে ২০ ডিসেম্বর।