হৃদির আকুণ্ঠ প্রশংসা করে মঞ্চ-টেলিভিশনের দাপুটে অভিনেত্রী সুবর্ণা সিনেমার অভিনয় শিল্পীদের কাজের তারিফ করেছেন।
Published : 25 Aug 2023, 03:15 PM
নবীন নির্মাতা, অভিনেত্রী হৃদি হকের মুক্তিযুদ্ধের সিনেমা ‘১৯৭১: সেই সব দিন’ দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।
সিনেমাটি হলে দেখে এসে ফেইসবুকে এক পোস্টে এ কথা জানিয়েছেন সুবর্ণা। নির্মাতার আকুণ্ঠ প্রশংসা করে মঞ্চ-টেলিভিশনের দাপুটে এ অভিনেত্রী সিনেমার অভিনয় শিল্পীদের কাজের তারিফ করেছেন।
সুবর্ণার ভাষ্য, হৃদির এ সিনেমা তাকে একাত্তরের দিনগুলিতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল।
`১৯৭১: সেই সব দিন’ মুক্তি পেয়েছে গত ১০ অগাস্ট। ঢাকার স্টার সিনেপ্লেক্সসহ ১০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমা।
সুবর্ণা বলেন,” আমি সাধারণত কাঁদি না। কিন্ত এ সিনেমা আমাকে এতটাই আবেগতাড়িত করেছে যে ঘটনাটি ঘটেছে।
“আমি বলব হৃদি অসাধারণ একটি সিনেমা বানিয়েছে। মুক্তিযুদ্ধকে গভীরভাবে তুলে ধরেছে। পরবর্তী প্রজন্মের কাছে ১৯৭১ সালের ভয়াবহতা, যন্ত্রণা, আবেগ দুর্দান্তভাবে উঠে এসেছে। দর্শকদের সিনেমাটি কাঁদাবে, ভাবাবে ও মুক্তিযুদ্ধের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে।“
সিনেমার মূল চরিত্রের একটিতে অভিনয় করা হৃদির নিয়মিত পর্দায় আসা উচিত মন্তব্য করার পাশাপাশি শিল্পী ফেরদৌস আহমেদ, লিটু আনাম, সজল নূর, সানজিদা প্রীতি এবং মৌসুমী হামিদের অভিনয়েরও প্রশংসা করেন সুবর্ণা।
বিশেষ করে তারিন জাহানের অভিনয় ‘দেখার মত হয়েছে’ বলে মন্তব্য তার।
এছাড়া গল্প বলার কৌশল, গান, লোকেশন, কস্টিউম, ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসাও ঝরেছে সুবর্ণর লেখায়।
ড. ইনামুল হকের গল্প ভাবনায় সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প।
যে গল্পে প্রেম-ভালোবাসা, মুক্তির তাগিদে মিছিল-আন্দোলন, যুদ্ধ, নারী নির্যাতন, দেশের জন্য ভালোবাসা, রণাঙ্গন আর হারানোর বেদনা ফুটে উঠেছে।
লাকী ইনামের প্রযোজনায় নির্মিত হয়েছে সরকারি অনুদানের এ সিনেমা।
সিনেমায় দেশের অনেক শিল্পীর সম্মিলন ঘটিয়েছেন হৃদি। অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরী, শিল্পী সরকার অপুসহ আরও অনেকে।
লিটু আনাম অভিনয়ের পাশাপাশি সিনেমার শিল্প নির্দেশক ও কোরিওগ্রাফির কাজও করেছেন।
সংগীত পরিচালনা করেছেন কলকাতার দেবজ্যোতি মিশ্র; শিল্প নির্দেশনায় ছিলেন লিটু আনাম, সম্পাদনা করেছেন কামরুজ্জামান রনি।
‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার শুটিংয়ের বেশিরভাগটাই সারা হয়েছে ঠাকুরগাঁওয়ে। তবে ঢাকা, সাভার, গাজীপুর, রাজেন্দ্রপুর, মানিকগঞ্জ, পঞ্চগড়েও শুটিং করা হয়।
পুরনো খবর
‘১৯৭১ সেই সব দিন’ মুক্তি পাচ্ছে ১৮ অগাস্ট
‘১৯৭১ সেই সব দিন’: ট্রেইলারে যুদ্ধদিনের দ্রোহ আর ভালোবাসার খণ্ডচিত্র
প্রেক্ষাগৃহে ‘১৯৭১: সেই সব দিন’, দেখবেন প্রধানমন্ত্রীও
‘১৯৭১ সেই সব দিন’: ট্রেইলারে যুদ্ধদিনের দ্রোহ আর ভালোবাসার খণ্ডচিত্র