হৃদি হক বলেন, “প্রধানমন্ত্রীকে আমরা ট্রেইলার দেখার জন্য দিয়েছিলাম। তখন উনি বললেন, ‘আমাকে সিনেমাটা দেখাবা না?’ তখন আমরা উনাকে সিনেমাটিও দেখার জন্য দিয়ে এসেছি। পেনড্রাইভে সিনেমাটি আমাদের কাছে ছিল।”
Published : 18 Aug 2023, 04:46 PM
শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘১৯৭১: সেই সব দিন’।
ঢাকার স্টার সিনেপ্লেক্সসহ ১০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমা।
এদিকে সিনেমাটি মুক্তির আগের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এর নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা।
বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সিনেমাটির পোস্টার তুলে দেন প্রযোজক লাকী ইনাম ও নির্মাতা হৃদি হক।
এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা লিটু আনাম, কামরুজ্জামান রনি, চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী তারিন, সানজীদা প্রীতিসহ আট সদস্যের প্রতিনিধিদল।
হৃদি হক গ্লিটজকে বলেন, “এটি যেহেতু ড. ইনামুল হকের গল্প থেকে সিনেমা। এজন্য আমরা মুক্তির আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। প্রধানমন্ত্রীকে আমরা ট্রেইলার দেখার জন্য দিয়েছিলাম। তখন উনি বললেন, ‘আমাকে সিনেমাটা দেখাবা না?’ তখন আমরা উনাকে সিনেমাটিও দেখার জন্য দিয়ে এসেছি। পেনড্রাইভে সিনেমাটি আমাদের কাছে ছিল।”
এর আগে ট্রেইলার দেখেই অনেকে সিনেমাটির প্রশংসা করেছেন।
হৃদি বলেন, “স্টার সিনেপ্লেক্সের এসকেএস শাখায় প্রথম দিনের টিকেট শেষ হয়ে গেছে। সন্ধ্যায় আমরা বসুন্ধরা শাখায় সিনেমাটি দর্শকের সাথে বসে দেখব। সবার কাছ থেকে সিনেমাটির প্রতিক্রিয়া জানতে চাই। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাই।”
“১৯৭১ সেই সব দিন’ তীব্র ভালোবাসা আর আশা-আকাঙ্ক্ষার গল্প। শুধু সময়টা ১৯৭১। তাই এর গল্প দর্শককে কাঁদাবে-হাসাবে সেই সঙ্গে একাত্তরকে অনুভব করাবে,” বললেন নির্মাতা।
ড. ইনামুল হকের গল্প ভাবনায় সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প।
সিনেমাটিতে দেশের অনেক শিল্পীর সম্মিলন ঘটিয়েছেন হৃদি। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরী, শিল্পী সরকার অপুসহ আরও অনেকে।
পরিচালনার পাশাপাশি সিনেমায় অভিনয়ও করছেন হৃদি হক। লিটু আনাম অভিনয়ের পাশাপাশি সিনেমার শিল্প নির্দেশক ও কোরিওগ্রাফির কাজও করেছেন।
সংগীত পরিচালনা করেছেন কলকাতার দেবজ্যোতি মিশ্র; শিল্প নির্দেশনায় আছেন লিটু আনাম, সম্পাদনা করেছেন কামরুজ্জামান রনি।