২ মিনিট ৫৯ সেকেন্ডের ভিডিও খণ্ড খণ্ড ভাবে তুলে ধরেছে মুক্তিযুদ্ধের নানা দিকের কথা।
Published : 11 Aug 2023, 04:01 PM
মুক্তির এক সপ্তাহ বাকি থাকতে প্রকাশ হয়েছে মুক্তিযুদ্ধের সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’র ট্রেইলার। যে সিনেমায় মুক্তিকামী মানুষের বিদ্রোহ-লড়াইয়ে সঙ্গে মিশেছে প্রেম-ভালোবাসার গল্প।
ট্রেইলারের শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের নয় মাসের নানা সময়ের বয়ান উঠে আসে অভিনেতা আসাদুজ্জামান নূরের ভরাট কণ্ঠে।
নূর বলতে থাকেন, “সময়টা আশ্চর্য আবেগের, সময়টা সবুজ ঘাসের ওপর লাল রক্তজবার, সময়টা মিছিলের, স্লোগানের, দেয়ালে দেয়ালে বিদ্রোহের; সময়টা আদরের, খুনসুটির, সবুজের ওপর একটু করে হলুদের; সময়টা ভালোবাসার, ভীষণ করে ভালোবাসার, সময়টা ছেড়ে না যাবার আকাঙ্ক্ষায় ছেড়ে যাবার; সময়টা নিষ্ঠুরতার, কী ভীষণ নিষ্ঠুরতার, সময়টা নিদারুণ নির্দয়, সময়টা পুড়িয়ে দেবার, গুঁড়িয়ে দেবার; সময়টা কেঁদে বুক ভাসাবার, সময়টা দহনের, নিজেকে জানবার; সময়টা যুদ্ধের, হার না মানার, সময়টা উঠে দাঁড়াবার; সময়টা বাংলার, বাঙালির, সময়টা ১৯৭১ সেই সব দিন।”
২ মিনিট ৫৯ সেকেন্ডের ভিডিও খণ্ড খণ্ডভাবে তুলে ধরেছে মুক্তিযুদ্ধের নানা দিকের কথা। যেখানে, সংস্কৃতিক আন্দোলন, পারিবারিক গল্প, প্রেম-ভালোবাসা, মুক্তির তাগিদে মিছিল-আন্দোলন, যুদ্ধ, নারী নির্যাতন, দেশের জন্য ভালোবাসা, রণাঙ্গন আর হারানোর বেদনা ফুটে উঠেছে।
নিজে অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেত্রী হৃদি হক। লাকী ইনামের প্রযোজনায় নির্মিত হয়েছে সরকারি অনুদানের এ সিনেমা।
গ্লিটজকে হৃদি হক বলেন, “সিনেমাটি মুক্তিযুদ্ধের বিস্মৃত পরিসরে নির্মিত হয়েছে। বেশ যত্ন নিয়ে সিনেমার কাজ শেষ করেছি। এখন দর্শকের সামনে নিয়ে আসার অপেক্ষা।”
‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার শুটিংয়ের বেশিরভাগটাই সারা হয়েছে ঠাকুরগাঁওয়ে। তবে ঢাকা, সাভার, গাজীপুর, রাজেন্দ্রপুর, মানিকগঞ্জ, পঞ্চগড়েও শুটিং করা হয়।
হৃদি হক বলেন, “এই সিনেমার গল্পটা ঢাকার হলেও মূলত গল্পের প্রয়োজনেই আমরা বেশিরভাগ অংশের শুটিং করেছি ঠাকুরগাঁওয়ে। সেখানে সেট বানিয়ে মুক্তিযুদ্ধের সেই সময়টাকে তুলে আনতে চেষ্টা করেছি। আমাদের সিনেমার প্রয়োজনে মুখোমুখি দোতলা বাড়ি দরকার ছিল। একাত্তরে ঢাকার যে পরিবেশ ছিল, সেটা আনার জন্য ওখানেই সেট বানিয়েছি।”
সিনেমাটিতে দেশের অনেক শিল্পীর সম্মিলন ঘটিয়েছেন হৃদি। অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরী, শিল্পী সরকার অপুসহ আরও অনেকে।
সিনেমার সংগীত পরিচালনা করেছেন কলকাতার দেবজ্যোতি মিশ্র; শিল্প নির্দেশনায় আছেন লিটু আনাম, সম্পাদনা করেছেন কামরুজ্জামান রনি।