ঈদে নতুন আরেকটি গান নিয়ে হাজির হবেন নূর। গানের নাম হচ্ছে 'তিল'।
Published : 05 Mar 2025, 01:33 PM
এনজেল নূর নামের বাংলাদেশের যে তরুণ গায়ক ভারতের সংগীতশিল্পী অরিজিৎ সিংকে গুরু মানেন, সেই গুরুর দৌলতে ছেলেটি এখন পরিচিত।
সম্প্রতি নূরের পরিচিতি পাওয়ার মূল কারণ তার 'যদি আবার' শিরোনামের গানটি চোখে পড়েছে অরিজিতের।
গানটি তার ব্যক্তিগত এক্স হ্যান্ডলে শেয়ার করে অরিজিৎ সিং লিখেছেন, "কী দারুণ গান!"
২০১৯ সালের ডিসেম্বর থেকে গান গাওয়া শুরু করেন এই শিল্পী। ক্যারিয়ারের চার বছর পেরোনোর পর প্রথম মৌলিক গান হিসেবে এক বছর আগে প্রকাশ করেন 'যদি আবার' গান।
অরিজিতের প্রোফাইলে তার গান দেখার অনুভূতি জানিয়ে নূর গ্লিটজকে বলেন, "অরিজিৎ সিং এমন একজন মানুষ, যার গান দিয়ে আমার গাওয়া শুরু। আমি এবং আমার ব্যান্ডের সদস্যরা উনাকে নিয়ে অনেক অ্যানালাইসিস করি, উনাকে দেখেই আমাদের গান করা শুরু, উনার মত করে গান করা, উনার মতাদর্শ অবলম্বন করে গান গাওয়া হয়
"সেই জায়গা থেকে আমাদের গানের সুর তার কাছে পৌঁছানো, বাংলাদেশে তো অনেক শিল্পী আছে, কিন্তু এত কিছু ছাপিয়ে ওই জায়গায় গিয়ে গানটা পৌঁছানো এটা অদ্ভুত একটা বিষয়। প্রকৃতি বলে একটা বিষয় আছে এবং গান যে মানুষকে কানেক্ট করতে পারে, সেটাই বড় বিষয়। এই অনুভূতি অন্যরকম।"
'যদি আবার' নিয়ে নূর বলেন, "যদি আবার আমার প্রথম গান। আমি যখন গানটা রিলিজ করি তখন মাত্র তিনশজন সাবসক্রাইবার ছিল। আমি ভিউয়ের জন্য গান তৈরি করিনি। গানটা রাতারাতি ট্রেন্ডিংয়ের আসার মতও গান না। এই গান আগামী ২০ থেকে ৩০ বছর মানুষ শুনবে সেই বিশ্বাস রেখেই তৈরি করা। আমি চেষ্টা করেছি আমার মত করে কষ্ট, সুখের অনুভূতিগুলো তুলে ধরার।"
দেশ ও দেশের বাইরে 'যদি আবার' ‘বেশ সাড়া পেয়েছে’ জানিয়ে এই শিল্পী বলেছেন, তার গানটি মানুষ পছন্দ করেছেন, তাতে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।
“বাংলাদেশের পাশাপাশি কলকাতায় , নেপালেও আমার শ্রোতা ভক্ত আছে। যারা গানের অর্থ জানে না কিন্তু এটার সুর শুনে গানটা পছন্দ করছেন, মন্তব্য করে জানাচ্ছেন। এখন এটাও টের পাচ্ছি মানুষের আমার প্রতি প্রত্যাশা আরও বেড়ে গেছে।"
গত শুক্রবার ‘রিদম অব ইয়ুথ’ কনসার্টে পারফর্ম করেছে 'এনজেল নূর এন্ড ব্যান্ড'। প্রথমবারের মত বিশাল জনস্রোতে গান করার অনুভূতি জানিয়ে এই শিল্পী বলেন, "আমাদের স্টেজে উঠা দেখেই দর্শক বেশ উচ্ছ্বসিত ছিল। প্রথমবারের মত এত বড় এরিয়া, এত দর্শকের সামনে পারফর্ম করা এটা অন্যরকম এক অনুভূতি ছিল। আমরা চেষ্টা করেছি ভালো ইনপুট দেওয়ার, আমাদের পারফর্মমেন্সে দর্শক খুশি হয়েছে।"
চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা এনজেল নূরের। সেখান থেকে স্কুল কলেজ শেষ করে ২০১৭ সালে ঢাকায় আসেন। রক্ষণশীল পরিবার হওয়ায় নূরের গান গাওয়া পছন্দ করেন না তার পরিবার। গানের জন্য বকা খেয়ে বাড়িও ছেড়েছেন একটা সময়ে বলে জানিয়েছেন এই শিল্পী।
এনজেলের ভাষ্য, ছোট থেকে কখনো গান শিখেননি। লতা মঙ্গেশকর, অরিজিৎ সিং, অনুপম রায়ের গান শুনতে পছন্দ করেন।
“নিজে নিজেই গুণগুণ করতাম এবং গান গেয়ে সোশাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টে পোস্ট করতাম। সেখানে সবার প্রশংসা ও গানের প্রতি প্রবল আগ্রহ থেকে কাজ করে যাচ্ছি।“
ঈদে নতুন আরেকটি গান নিয়ে হাজির হবেন নূর। গানের নাম 'তিল'।
এছাড়াও ঈদে পাঁচটি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন বলেও জানিয়েছেন নূর। গানগুলো হল 'ভরসা দিলে', 'মরিচীকার প্রতীক্ষা', 'দূর থেকে', 'আমার হয়ে যা', 'ফেরারি মন'।
এছাড়া ঈদের পর সাতটি গান নিয়ে একটা অ্যালবামও প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তার।
গান নিয়ে ব্যস্ততার কথা জানিয়ে নূর বলেন, "ঈদ, মৌলিক গান নিয়ে কাজের চাপটা একটু বেশি যাচ্ছে, নাটকের গান, সিনেমার গান, এছাড়াও আমার লেখা, সুর করা প্রায় ৩৬টা গান রয়েছে। যেগুলো ধীরে ধীরে রেকর্ড করে দর্শকের সামনে হাজির করা হবে।"