৭টি যাত্রাদল প্রতিদিন ১টি করে ‘ঐতিহাসিক ও সামাজিক’ ঘটনা অবলম্বনে নির্মিত যাত্রাপালা পরিবেশন করবে।
Published : 28 Oct 2024, 05:18 PM
ঢাকার সোহরাওয়ার্দীর উদ্যানের মুক্তমঞ্চে বসতে যাচ্ছে যাত্রাপালার আসর।
শিল্পকলা একাডেমির আয়োজনে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলা এই যাত্রা উৎসবে মঞ্চস্থ হবে 'নবাব সিরাজউদ্দৌলা', 'ফুলন দেবী', 'আনার কলি'সহ সাতটি যাত্রাপালা। এ আয়োজনে সবাই যেতে পারবেন।
প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পালা পরিবেশিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিল্পকলা একাডেমি।
উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধিত ৭টি যাত্রাদল প্রতিদিন ১টি করে ‘ঐতিহাসিক ও সামাজিক’ ঘটনা অবলম্বনে নির্মিত যাত্রাপালা পরিবেশন করবে।
'যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ। যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’ প্রতিপাদ্যে উৎসবের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ।
উৎসবের উদ্বোধনী আয়োজন আগামী শুক্রবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ইসরাফিল মজুমদার।
বিশেষ অতিথি থাকবেন যাত্রাশিল্পী অনিমা দে। স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জাহির। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমি মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
দেখা যাবে যেসব যাত্রাপালা
শুক্রবার উদ্বোধনী সন্ধ্যায় সুরুভী অপেরা পরিবেশন করবে ‘নিহত গোলাপ'।
শনিবার নিউ শামীম নাট্য সংস্থা 'আনার কলি', রোববার বঙ্গবাণী অপেরা 'মেঘে ঢাকা তারা', সোমবার নর-নারায়ণ অপেরা 'লালন ফকির, মঙ্গলবার বন্ধু অপেরা 'আপন দুলাল', বুধবার শারমিন অপেরা 'ফুলন দেবী', বৃহস্পতিবার যাত্রাবন্ধু অপেরা 'নবাব সিরাজউদ্দৌলা' পালা পরিবেশন করবে।