আমিরের কথায় অনেক সময় যুক্তি দিয়ে বোঝালে তা দীর্ঘস্থায়ী হয় না। ভালো গল্প বা চিত্রনাট্য দিয়ে মানুষের আবেগকে স্পর্শ করা দরকার।
Published : 09 Dec 2024, 10:39 AM
চালচলন বেপরোয়া, বিপরীত পক্ষকে অকারণ আক্রমণ শানাতে তিনি দুবার ভাবেন না। ভারতের হিন্দি সিনেমার বক্স অফিসে কেন এমন চরিত্র সফল? এমন প্রশ্নের উত্তরে তারকাভিনেতা আমির খান বলেছেন, সম্প্রতি জয়জয়কার পাওয়া এ ধরনের চরিত্র তৈরির ‘বিপক্ষে’ তিনি।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে একটি ইউটিউব চ্যানেলে গেল বছর মুক্তি পাওয়া অ্যানিমাল এবং সম্প্রতি প্রেক্ষাগৃহে আসা ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমা নিয়ে কথা বলেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত এই অভিনেতা।
রাণবীর কাপুরের সিনেমা ‘অ্যানিমাল’ মুক্তি পর ব্ক্স অফিসকে ‘দারুণভাবে সন্তুষ্ট’ করেছে। দক্ষিণী তারকা আল্লু অর্জুনের দারুণ সাড়া তোলা সিনেমা পুষ্পার সিক্যুয়েলও দর্শকদের হলে টানছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। এই দুই সিনেমাতেই নায়িকা রাশমিকা মানদানা।
সমালোচকদের ভাষ্য, দুই সিনেমাতে ‘পৌরুষের জয়জয়কার’। আর নারী চরিত্রের উপস্থিতি কেবলই নাচের দৃশ্যের ‘ঔজ্জ্বল্য বৃদ্ধি করার জন্য’।
এই ব্যাপারটি আমির খানের কপালে দুঃশ্চিন্তার ভাঁজ ফেলেছে।
আমির বলেন, “এই ধরনের চরিত্রের বক্স অফিসে দাপিয়ে বেড়ানো প্রমাণ করে, সমাজ এখনও পুরুষতান্ত্রিক। এসব সিনেমা সমাজকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। চাইলেও এই বিষয়টি এড়িয়ে যাওয়া যাচ্ছে না। মানুষের ভিন্ন মতামত থাকাই স্বাভাবিক। অনেকেই খুব শক্তিশালীভাবে পুরুষতন্ত্রের প্রচার করে। আর কেউ কেউ আবার খুব সুক্ষ্ণভাবে বা চুপিসারে পুরুষতন্ত্রকে তুলে ধরে।”
পুরুষতন্ত্রের সমালোচনা করে আমির বলেন, ”এক দিনে উধাও হয়ে যাবে না। পুরুষতন্ত্রের বীজ বহু দিন ধরে বপন করা হয়েছে সমাজে। বহু পুরুষই নিরাপত্তাহীনতায় ভোগে। তারা মনে করে, মহিলাদের কতটা স্বাধীনতা পাওয়া উচিত, তা তাদের নিয়ন্ত্রণে। এটা মোটেই ভালো বিষয় নয়। আসলে এই বিষয়গুলোর ধীরে ধীরে পরিবর্তন হয়।”
গল্পের মাধ্যমে মানুষের মানসিকতা পরিবর্তনের তাগিদ দিয়েছেন আমির খান।
তার কথায়, অনেক সময় যুক্তি দিয়ে বোঝালে তা দীর্ঘস্থায়ী হয় না। ভালো গল্প বা চিত্রনাট্য দিয়ে মানুষের আবেগকে স্পর্শ করা দরকার।