ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম বর্ষপূর্তি শুক্রবার উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকালে ধানমণ্ডিস্থ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের টিচিং একাডেমী প্রাঙ্গণে আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া যোগাসন প্রদর্শন করেন একাডেমীর শিক্ষক-প্রশিক্ষণার্থীরা।
সন্ধ্যায় সেখানে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন করেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রাজীত মিত্র।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ইন্দিরা গান্ধীর অবদান বাংলাদেশ কোনো দিন ভুলবে না। ভারত বাংলাদেশের বন্ধুরাষ্ট্র।
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে দুদেশের সংস্কৃতির আদান-প্রদানে এ বন্ধুত্ব আরো ঘনিষ্ট হবে বলে আশা প্রকাশ করেন দীপু মনি।
পররাষ্ট্র মন্ত্রী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করেন।
পরে শিল্পী ফরিদা পারভীন সঙ্গীত পরিবেশন করেন।
এছাড়া কেন্দ্রের টিচিং একাডেমীর সঙ্গীত, নাচ ও তবলার শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এইচএ/২৩৫০ ঘ.