নিজের সব গানের স্বত্ব ২০ কোটি ডলারে বিক্রি করলেন বব ডিলান
গ্লিটজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2022 11:02 PM BdST Updated: 25 Jan 2022 11:02 PM BdST
-
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এক কনসার্টে সংগীত পরিবেশন করছেন বব ডিলান। ফাইল ছবি: রয়টার্স
বব ডিলান তার রেকর্ড করা সঙ্গীতের সম্পূর্ণ ক্যাটালগ সনি মিউজিকের কাছে বিক্রি করেছেন।
বব ডিলানের সঙ্গে এ চুক্তি কী পরিমাণ অর্থে, তা সনি প্রকাশ না করলে এই অঙ্ক ২০ কোটি ডলারের বলে ধারণা দেওয়া হয়েছে সিএনএনের এক প্রতিবেদনে।
সনি মিউজিক এন্টারটেইনমেন্ট সোমবার এক বিবৃতিতে নোবেলজয়ী ডিলানের সঙ্গে তাদের ‘মাইলফলক’ চুক্তির খবরটি জানিয়েছে, যদিও গত বছরের জুলাইয়েই তা চূড়ান্ত হয়েছিল।
সনি মিউজিক জানিয়েছে, ডিলানের স্ব-শিরোনামযুক্ত প্রথম অ্যালবাম থেকে শুরু করে ২০২০ এর ‘রাফ অ্যান্ড রাউডি ওয়েজ’ পর্যন্ত, এক কথায় ১৯৬২ সাল থেকে বব ডিলানের রেকর্ড করা কাজের সম্পূর্ণ অংশের স্বত্বই তারা পেয়েছে।
সেই সঙ্গে ডিলানের ভবিষ্যতের একাধিক অ্যালবামের অধিকারও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে তারা।
৮০ বছর বয়সী বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী ডিলান এক বিবৃতিতে বলেছেন, “আমি আনন্দিত যে আমার সমস্ত রেকর্ডিং সেখানেই থাকছে, যেখানে সেগুলোর থাকা দরকার।”
সাম্প্রতিক বছরগুলোতে ডিলানের এই ধরনের চুক্তি নতুন নয়। ২০২০ সালের ডিসেম্বরে, তিনি তার যেসব গানের রেকর্ডিং হয়নি, সেসব গানের সম্পূর্ণ ক্যাটালগ ইউনিভার্সাল মিউজিক পাবলিশিং গ্রুপের কাছ বিক্রি করেছিলেন।
ডিলানের অসংখ্য বিখ্যাত গান রয়েছে, যার মধ্যে রয়েছে ‘দ্য টাইমস দে আর এ-চেঞ্জিং’, ‘লাইক এ রোলিং স্টোন’, ‘মিস্টার ট্যাম্বোরিন ম্যান’, ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’।
ডিলানের গানের সাড়ে ১২ কোটির বেশি রেকর্ড বিক্রি হয়েছে। এখনও বিশ্ববাসীকে গানে মাতিয়ে যাচ্ছেন।
আমেরিকান সঙ্গীতের কাব্যময় পরিবেশনার জন্য ২০১৬ সালে বব ডিলানকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়। তার আগে ২০০৮ সালে তিনি পেয়েছিলেন পুলিৎজার পুরস্কার।
বব ডিলান: আগুন হাতে প্রেমের গান
‘গানের কবি’ বব ডিলান পেলেন সাহিত্যের নোবেল
-
মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে শিরোনামহীনের কনসার্ট পেছাল
-
‘মুজিব’ সিনেমার সংলাপ লেখা হল কীভাবে, জানালেন সাধনা
-
‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
-
এটা অফিশিয়াল ট্রেইলারই: হাছান মাহমুদ
-
কাজী নজরুল ইসলামের ‘অগ্নিগিরি’ অবলম্বনে নাটক
-
ঢাকায় আসছে টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’
-
কৌতুক অভিনেতা আহসান আলীর মৃত্যু
-
সারা জীবনেই তো বেশি কাপড় পরিনি: প্রতিক্রিয়া ম্যাডোনার
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- সাক্কুকে কি ‘চ্যালেঞ্জের মুখে’ ফেললেন নিজাম