রাজস্থানের চতুর্দশ শতকের এক রাজপ্রাসাদে রাজসিক আয়োজনে গাঁটছড়া বাঁধলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।
Published : 09 Dec 2021, 08:42 PM
প্রায় মাসখানেকের জল্পনা শেষে রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসোর্টে বৃহস্পতিবার সন্ধ্যায় হিন্দু রীতিতে সাত পাকে ঘুরে বিয়ে সেরেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
বিয়ের সাজে কয়েকটি যুগল ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন ক্যাটরিনা-ভিকি। গাঢ় গোলাপি রঙের লেহেঙ্গা; চুলে গজরা, হাতে চুড়ি, নথ, টিকলিতে নিজেকে সাজিয়েছেন ক্যাটরিনা; শেরওয়ানিতে হাসোজ্জল ভঙ্গিমায় ক্যামেরার সামনে ধরা দিয়েছেন ভিকি।
ডিজাইনার সব্যসাচী মুখার্জির পোশাকে সেজেছেন তারা।
নিচ্ছিদ্র নিরাপত্তার সিক্স সেন্সের রিসোর্টে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। রীতি অনুযায়ী সংগীত উৎসব, হলুদ ও মেহেদীর আয়োজন শেষে রিসোর্টের ভেতরে মণ্ডপে সাত পাক ঘুরেছেন তারা।
মণ্ডপে রাজকীয় আয়োজনে ভিকি এসেছিলেন ঘোড়ার গাড়িতে চেপে আর ক্যাটরিনা এসেছিলেন ফুলে ফুলে সাজানো পালকিতে চেপে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে।
তাদের বিয়ের আয়োজনে দুই পরিবারের সদস্য ছাড়াও বলিউডের তারকাদের মধ্যে নেহা ধুপিয়া, কবীর খানসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। বিয়ের আমন্ত্রণ পেয়েছিলেন ১২০ জন; উপস্থিত হয়েছিলেন ৯০ জনের মতো।
আয়োজনে মোবাইল নিয়ে অতিথিদের প্রবেশের অনুমতি ছিল না; কোনো ছবিও প্রকাশে কড়াকড়ি আরোপ করা হয়। বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে, অ্যামাজন প্রাইমের কাছে প্রায় ১০০ কোটি টাকায় বিয়ের ভিডিওর স্বত্ত্ব বিক্রি করেছেন ক্যাটরিনা-ভিকি।
বিয়েতে আমন্ত্রিত অতিথিদের জন্য বাটার চিকেন, ইউরোপের বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে নানা ধরনের ফল, চকোলেট পরিবেশন করা হয়েছে।
বিয়ের মেনুর দায়িত্বে রয়েছেন শ্যেফ শনোজ কুমার। মেনুতে আছে নেদারল্যান্ডস থেকে ফলের সম্ভার,ফিলিপিন্স থেকে অ্যাভাগাডো, ফ্রান্স থেকে চিজ, চকোলেট, পেরি পেরি পনির, স্পিনাচ কর্ন, ব্রকোলি স্যালাড, ডাল বুখারা,হরেক রকমের রুটি ও রাইস আইটেম, পাঞ্জাবি চিকেন, ডাল-বাটি চুরমা।