“বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি/এডহক কমিটি বাতিলের প্রস্তাব করা হয়।“
Published : 02 Oct 2024, 02:07 PM
আইনের সঙ্গে ‘সাংঘর্ষিক হওয়ায়’ জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি ও এডহক কমিটি বাতিল করা হয়েছে।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের সই করা আলাদা চিঠিতে গত গত ২৫ সেপ্টেম্বর এ তথ্য জানানো হয়।
বুধবার শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
চিঠিতে বলা হয়, “বৈষম্যবিরোধী ছাত্রজনতার বিপ্লব পরিবর্তিত প্রেক্ষাপটে গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি/এডহক কমিটি বাতিলের প্রস্তাব করা হয়।
“বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯’-এ এরূপ কোনো কমিটির অস্তিত্ব নাই। কিন্তু জেলা শিল্পকলা একাডেমি গঠনতন্ত্রে এরূপ কমিটি রয়েছে। এই আইনগত সাংঘর্ষিক অবস্থা ও দেশের বিশেষ পরিস্থিতি বিবেচনায় কার্যনির্বাহী কমিটি/এডহক কমিটির সভাপতি গঠনতন্ত্রের ৭ (ক) ক্ষমতা বলে বিদ্যমান কার্যনির্বাহী কমিটি/এডহক কমিটি বাতিলের ক্ষেত্রে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অনুমোদন প্রদান করা হল।”
এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ছয়টি বিভাগে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ অগাস্ট পদত্যাগ করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। পরে নাট্যনির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদকে একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেয় সরকার।