“আমি বিশ্বস্ততার সাথে আমার দায়িত্ব শেষ করব এবং ফিরে আসব," বলেন তিনি।
Published : 17 Jan 2024, 05:57 PM
ঘোষণা অনুয়ায়ী বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শুরু করেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ‘বিটিএস'র সদস্য সুগা।
তবে নিয়মিত সামরিক দায়িত্ব পালনের জন্য ‘স্বাস্থ্যগত কারণে অনুপযুক্ত' হওয়ায় তরুণ এই গায়ক ‘সামাজিক সেবা কর্মকর্তা' হিসেবে কাজ করবেন এই প্রশিক্ষণে।
এক বিবৃতিতে সুগা বলেছেন, “আমি বিশ্বস্ততার সাথে আমার দায়িত্ব শেষ করব এবং ফিরে আসব।"
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, সুগাসহ সাত সদস্যের ‘বিটিএস'র তিনজন বাধ্যতামূলক এই সামরিক প্রশিক্ষণে যোগ দিলেন।
এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে ‘বিটিএস' গায়ক জিন এবং চলতি বছরের এপ্রিলে জে-হোপ সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক শুরু করেন। সুগার পরে আরএম যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
বিটিএসের এর সাত সদস্য হলেন আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক।
কোরিয়ার নিয়ম হল ২৮ বছরের মধ্যে একজন তরুণকে প্রায় দেড় বছরের জন্য সামরিক প্রশিক্ষণ নিতে হবে। বাধ্যতামূলক এই প্রশিক্ষণ চলার সময় অন্য কোনো কাজ করার নিয়ম নেই।
কোরীয় তরুণদের এই প্রশিক্ষণপর্বের প্রস্তুতি শুরু হয় সাধারণ ১৮ বছর বয়স থেকে। ২০ বছর বয়সের মধ্যে তাদের শারীরিক পরীক্ষা করা হয়, আদৌ সেই তরুণ সামরিক প্রশিক্ষণের জন্য উপযুক্ত কিনা। পরীক্ষায় পাস করলে পরে সুবিধাজনক সময়ে টানা ১৮ মাসের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যেতে হয় তরুণদের।
সুগার মত বিটিএসের আরও কয়েক সদস্যর বয়স ২৮ পার হয়ে গেছে। কিন্তু ‘কে পপ' কে বিশ্বব্যাপী জনপ্রিয় করতে এই দলটি ব্যস্ত থাকায় বয়সের সীমারেখায় তারা কিছুটা ছাড় পেয়েছে। তবে প্রশিক্ষণ থেকে কারোই ছাড় নেই।
বিটিএসের এজেন্সি ‘বিগহিট’ বলছে, প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত এই সুগা আর কোনো অফিসিয়াল ইভেন্টে অংশ নেবেন না।
আগামী দেড় বছর নতুন কোনো গান শোনা যাবে না দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড 'বিটিএস'র সদস্য সুগার মুখ থেকে। এমনকি তার দেখাও মিলবে না কোনো কনসার্ট বা স্টেজ শোয়ে।
অনলাইন পোস্টে ভক্তদের উদ্দেশে সুগা বলেন, “আমি এতদূর আসতে পেরেছি আপনাদের জন্য, আপনাদের হৃদয় থেকে ধন্যবাদ জানাই। ঠাণ্ডা শরতের এই আবহাওয়ায় সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আশা করি ২০২৫ সার সালে আপনাদের সবার সঙ্গে দেখা হবে।"
২০১৩ সালে বিটিএসে যোগ দেন সুগা। চলতি বছরে এপ্রিলে একক অ্যালবাম ‘ডি ডে’ প্রকাশ করেছেন সুগা, যা দারুণ জনপ্রিয় হয়। এর আগে এর আগে ২০১৬ সালের অগাস্টে সুগা প্রথম মিক্সটেপ ‘আগস্ট ডি’ প্রকাশ করেন। এরপর বিটিএসের গানে পাওয়া গেছে তাকে।
সংবাদসূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)