প্রয়াণ দিবসে এল কে কে’র গাওয়া শেষ মারাঠি গান

কে কের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গানটি প্রকাশ করেছে মারাঠি সিনেমা ‘আমব্রেলা’ টিম।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2023, 06:34 AM
Updated : 31 May 2023, 06:34 AM

ভারতীয় সংগীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কে কে) দুনিয়া ছেড়ে চলে গেছেন ঠিক এক বছর আগে এই দিনে। তার রেকর্ড করা শেষ মারাঠি গানটি প্রকাশ হয়েছে তার প্রয়াণ দিনে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কে কে’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ গানটি প্রকাশ করেছে মারাঠি সিনেমা ‘আমব্রেলা’ টিম। ‘একান্ত হাওয়া’ শিরোনামের গানটি ‘আমব্রেলা’ সিনেমার জন্য কে কে রেকর্ড করেছিলেন মৃত্যুর দুই মাস আগে।

‘একান্ত হাওয়া’ গানে সুর করেছেন সন্তোষ মুলেকর। গান রেকর্ডের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, “কে কে ওই সময়ে অনেক ব্যস্ত ছিলেন। অত ব্যস্ততার মধ্যেও আমাদের গানের রেকর্ড করার জন্য তিনি যে সময় বের করতে পেরেছিলেন সেটি আমাদের সৌভাগ্য। “

মুলেকর এই সংগীত শিল্পীকে একজন ‘চমৎকার’ মানুষ হিসেবে বর্ণনা করে বলেন, “মারাঠি সিনেমার প্রতি তার অগাধ ভালোবাসা ছিল, আর মারাঠি গাইতেনও দারুণ।“

গত বছরের ৩১ মে কলকাতায় এক কনসার্টে গান গাওয়ার পরপরই অসুস্থ হয়ে ৫৪ বছর বয়সে না ফেরার দেশে চলে যান কে কে।

হিন্দি, বাংলা, তামিল, তেলেগুসহ নানা ভাষায় গাইতে পারা এই শিল্পী লাইমলাইটে চলে আসেন পাল, ইয়ারো গানগুলোর মাধ্যমে।

চলচিত্রে তিনি অবদান রেখেছেন ‘তাড়াপ তাড়াপ’, ‘ডোলা রে’, ‘ক্যায়া মুঝে প্যায়ার হ্যায়’, ‘সাচ কেহ রাহা হ্যায় দিওয়ানা’, ‘জিন্দেগি দো পাল কি’, ‘আলবিদা’, ‘তু হি মেরি সাব হ্যায়’, ‘খুদা জানে’, ‘আঁখোমে তেরি’সহ নানা গানের মাধ্যমে।

কে কে তার ক্যারিয়ারে পাঁচবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন।