আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জওয়ান’।
Published : 06 Oct 2023, 03:30 PM
অগ্রিম টিকিট বুকিংয়ের কথা স্মরণ করিয়ে দিতে রোববার ‘জওয়ান’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ করলেন বলিউড তারকা শাহরুখ খান।
‘বুলেট আর প্রেমের বৃষ্টি হবে। চার দিনের মধ্যেই আপনার সাথে দেখা করব আমি। অগ্রিম টিকিট এখনই বুক করুন’- নতুন পোস্টারের ক্যাপশনে এমনটাই লিখলেন ‘কিং খান’।
অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান' এ শাহরুখ জুটি বেঁধেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জওয়ান’।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0DvQwRbun5GLmibhe39VUoQZ37yKDJmYDQqham4HGHiEVRj4hd1cvzhsXYhAFc8zdl ]