চলচ্চিত্র নির্মাতা নন্দিতা হাসপাতালে ভর্তি

হামি নির্মাতা ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2023, 12:42 PM
Updated : 13 May 2023, 12:42 PM

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন হামি, পোস্ত, প্রাক্তনের মতো আলোচিত চলচ্চিত্রের নির্মাতা নন্দিতা রায়।

তিন দিন আগে জ্বরে বেহাল অবস্থা হলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

এ কারণে নিজের পরিচালিত ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত সিনেমা ‘ফাটাফাটি’র শুক্রবারের প্রিমিয়ারে অনুপস্থিত ছিলেন তিনি।

নন্দিতা ঘনিষ্ঠ সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, তিন দিন আগে হঠাৎই জ্বরে আক্রান্ত হন তিনি। কিছুতেই তা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরিস্থিতি খারাপ দেখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত তিনি।

আগের চেয়ে বেশ সুস্থ থাকলেও এখনও শারীরিক দুর্বলতা আছে। তাই আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন তিনি।

টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক জুটি শিবপ্রসাদ ও নন্দিতা রায়। এই জুটির নির্মিত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘হামি ২’। আগামীতে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী অভিনীত ‘রক্তবীজ’ নিয়ে হাজির হবেন তারা। এছাড়াও শিগগিরি ‘পোস্ত’র হিন্দি রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ মুক্তি দেবেন।