এই যাত্রায় আলিয়া সঙ্গী করেছেন অভিনেত্রী শর্বরী ওয়াগকে।
Published : 07 Jul 2024, 04:52 PM
এবার স্পাই ইউনিভার্সে পা রাখছেন বলিউডের নায়িকা আলিয়া ভাট।
এই যাত্রায় আলিয়া সঙ্গী করেছেন অভিনেত্রী শর্বরী ওয়াগকে। নতুন সিনেমায় স্পেশাল এজেন্টের চরিত্রে দেখা যাবে আলিয়াকে।
এর আগে যশরাজ ফিল্মসের ব্যানারে গোয়েন্দা চরিত্রে পর্দায় এসেছেন দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফ।
এনডিটিভি জানিয়েছে, ইনস্টাগ্রামে সিনেমার নাম জানিয়েছেন আলিয়া নিজেই।
অ্যাকশনধর্মী এই সিনেমার নাম ‘আলফা’। আলিয়া লিখেছেন, “এখন আলফা মেয়েদের সময়।”
‘আলফা’ পরিচালনা করবেন শিব রাওয়েল, আর প্রযোজনা করবেন আদিত্য চোপড়া।
শোনা যাচ্ছে, সিনেমার শুটিং শুরু হয়ে গেছে মুম্বাইয়ে। এর পরের ধাপের শুটিং হবে ইংল্যান্ডে।
এছাড়া এ সিনেমায় আলিয়া ও শর্বরীর প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করতে পারেন অনিল কাপুর।