রুবেলকে দীর্ঘদিন পর অভিনয়ে ফেরালেন রাফী।
Published : 24 Dec 2024, 10:07 PM
হুল্লোড় তোলা আইটেম গান সাধারণত সিনেমা এবং ওপার বাংলার সিরিজে দেখা যায়। বাংলাদেশের সিরিজে এ ধরনের গানের প্রচলন নেই বললেই চলে।
‘তুফান’ নির্মাতা রায়হান রাফী এবার তার নতুন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’তে 'প্রেমের দোকানদার' শিরোনামের একটি আইটেম গান রেখে সেই সূচনা করলেন।
বিজ্ঞপ্তিতে বঙ্গ জানিয়েছে, মাফিয়া জগৎ আর কালো টাকার দাপটের গল্পে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আগামী ২ জানুয়ারি মুক্তি পাবে ‘ব্ল্যাক মানি’।
বঙ্গ ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে 'প্রেমের দোকানদার' গানটি। ওই গানে নেচেছেন অভিনেত্রী পূজা চেরী। গানের এক দৃশ্যে দেখা গেছে নায়ক রুবেলকেও।
গানে কণ্ঠ দিয়েছেন গায়িকা দিলশাদ নাহার কনা ও পশ্চিমবঙ্গের গায়ক আকাশ সেন। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা গানে সুর করেছেন আকাশ।
গান নিয়ে কনা গ্লিটজকে বলেন, "ওয়েব সিরিজে আইটেম গান থাকার এই পরিকল্পনাটা রাফীর। রাফী যেভাবে চেয়েছেন আমরাও সেভাবেই গানটি করেছি। আশা করছি এই গানটিও দর্শকের কাছে বেশ ভালো সাড়া তুলনবে।"
গানটি যারা দেখেছেন, তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন পূজা চেরী।
এই অভিনেত্রীরও প্রত্যাশা সিরিজটি উপভোগ্য হবে।
সিরিজ নিয়ে রাফি বলেন, "আমাদের অন্যতম প্রধান একটি সমস্যার নাম কালো টাকা। দেশের অনেক টাকা অবৈধভাবে বিদেশে চলে যাচ্ছে। ব্ল্যাক মানিতে সেই গল্পটাই দেখানো হবে।“
রাফীর ভাষ্য, তিনি সবসময় নিরীক্ষা করতে পছন্দ করেন।
“এই সিরিজটিও তেমন। প্রত্যেক অভিনয়শিল্পী তাদের চরিত্র দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। দর্শকের পছন্দ হবে সেই আশা রাখা যায়।"
এই সিরিজ দিয়ে প্রায় ছয় বছর পর রাফীর পরিচালনায় দেখা যাবে পূজা চেরীকে।
‘ব্ল্যাক মানি’র আরেকটি প্রধান চরিত্র গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন নায়ক রুবেল।
আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সালাউদ্দিন লাভলু, মুকিত জাকারিয়া, সুমন আনোয়ার, সাইদুর রহমান পাভেলসহ অনেকে।
আরও পড়ুন: