চলতি বছরের শুরু থেকেই ‘ব্ল্যাক মানি’ নিয়ে রাফির সঙ্গে কথা চলছিল বলে জানান মুশফিকুর রহমান মঞ্জুর।
Published : 06 Jul 2024, 09:40 AM
প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে যুক্ত হলেন নির্মাতা রায়হান রাফী। ‘ব্ল্যাক মানি’ শিরোনামের ওয়েব সিরিজ নির্মাণ করবেন তিনি।
সম্প্রতি বঙ্গ কার্যালয়ে প্রতিষ্ঠানটির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জুরের সঙ্গে রাফীর ওয়েব সিরিজটি নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর দেওয়া হয়েছে।
নতুন কাজ প্রসঙ্গে রাফী বলেন, "‘ব্ল্যাক মানি’ সিরিজটি দিয়ে বঙ্গর সাথে আমার প্রথম কাজ। সাধারণত আমি যে ধরণের গল্প পর্দায় বলার চেষ্টা করি, এটি তা থেকে অনেকটাই ভিন্ন। বঙ্গর সাথে এরকম একটা প্রজেক্টে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।"
মুশফিকুর রহমান মঞ্জু বলেন, "রাফীর প্রতি আমার মুগ্ধতা সেই পোড়ামন-২ থেকেই। দেশে ও প্রবাসে রাফীর তুফানের এই অভূতপূর্ব সফলতায় আমি খুব একটা বিস্মিত হইনি কারণ রাফীর পূর্ববর্তী কাজগুলো দেখে তুফান নিয়ে এমন প্রত্যাশাই তৈরি হয়েছিল আমার।"
চলতি বছরের শুরু থেকেই ‘ব্ল্যাক মানি’ নিয়ে রাফীর সঙ্গে কথা চলছিল জানিয়ে মঞ্জু বলেন, "'ব্ল্যাক মানি' গল্পটি রাফীর কাছ থেকে এ বছরের শুরুতেই জানতে পারি। কিন্তু তুফান ব্যস্ততায় এটি নিয়ে আলোচনা করা যায়নি। অবশেষে ২ জুলাই বঙ্গের অফিসে এসে চুক্তিবদ্ধ হন রাফী।"
ওয়েব সিরিজটির শুটিং ও কাস্টিং প্রসঙ্গে রাফী বলেন, "‘ব্ল্যাক মানি’র শুটিংয়ে নামতে দেরি আছে। আমার সব কনটেন্টের কাস্টিংয়ে যেমন চমক থাকে, এটিতেও ব্যতিক্রম হবে না।"
নির্মাতা রাফী সিনেমা দিয়ে আলোচিত হলেও তিনি বেশ কিছু ওটিটি কনটেন্ট নির্মাণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য 'সাত নাম্বার ফ্লোর', 'খাঁচার ভেতর অচিন পাখি', 'জানোয়ার', 'ফ্রাইডে', 'নিঃশ্বাস', ‘অমীমাংসিত’।