আফজাল হোসেনের কাব্যগ্রন্থ 'আমরা ধুলোকনার আমরা আদর্শলিপির' থেকে বাছাই করা কবিতা থেকে গানটি তৈরি করা হয়েছে।
Published : 09 Jun 2024, 10:52 PM
অভিনেতা আফজাল হোসেন তার বর্ণাঢ্য কর্মজীবনে কেবল অভিনয় নিয়ে থাকেননি, এঁকেছেন ছবি, বিজ্ঞাপন বানিয়েছে, লিখেছেন কবিতা ও গল্প। এবার এই অভিনেতার একটি কবিতায় সুর দিয়ে গানে রূপ দেওয়া হয়েছে।
‘কবে ও কীভাবে’ শিরোনামের গানটি প্রকাশ হচ্ছে কোরবানির ঈদে। গানের সুর করেছেন সংগীত পরিচালক ও গায়ক তানভীর তারেক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারকে জানিয়েছেন, আফজাল হোসেনের কাব্যগ্রন্থ 'আমরা ধুলোকনার আমরা আদর্শলিপির' থেকে কবিতাটি বাছাই করা হয়, পরে তাতে সুর বসিয়েছেন তিনি।
তারেক বলেন, "তিনি (আফজাল হোসেন) আমাকে ভালবাসেন, আমার কাজকে অনুপ্রেরণা দেন। এটা আমার জন্য বিরাট প্রাপ্তি। তার প্রথম চলচ্চিত্র 'মানিকের লাল কাঁকড়া' সিনেমায় আমি সংগীত পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। একইসাথে ওই সিনেমায় তিনি আমাকে দিয়ে অভিনয়ও করিয়েছেন। গানের কথাগুলো এমন 'আমার দিকে তাকিয়ে নেই তুমি, তুমি কান পেতে আছো কোলাহলে'। চমৎকার একটি গল্প আছে গানটিতে।"
আফজাল হোসেন বলেন, “তানভীর তারেকের বিভিন্ন সৃজনশীল পাগলামি আমার ভালো লাগে। এ কাজটিও সেটির অংশ। ভালো কিছু হোক। সেই চাওয়াকে রেখেই আমি অনুপ্রেরণাটুকু দিতে পারি।”
'কবে ও কীভাবে' শিরোনামের গানটি 'সাউন্ডস অব তানভীর' নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ঈদ উপলক্ষে। বিশ্বব্যাপী গানটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ডিস্ট্রিবিউট করবে স্বাধীন মিউজিক অ্যাপ।
গানের মিউজিক ভিডিও নির্মাণ করছেন ইয়ামিন ইলান।