পার্টির কোনো ছবি বা ভিডিও সোশাল মিডিয়ায় যাতে না আসে শাহরুখ সেই নিশ্চয়তা দিতে পেরেছেন বলে অভ্যাগতরা দারুণ ভালো মেজাজে থাকতেন।
Published : 21 Feb 2025, 08:54 PM
ভারতীয় হিন্দি সিনেমার নায়ক-নায়িকাদের পার্টি যে এলাহী আয়োজনে হয়ে থাকে, সেটি বলাই বাহুল্য। তবে সবার মধ্যে শাহরুখ খানের দেওয়া পার্টিকে অনন্য বলা হয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে। এর কারণ কয়েক প্রজন্মের বলিউডি তারকাদের এ ছাদের নিচে নিয়ে আসতে সিদ্ধহস্ত হলেন শাহরুখ খান। তার আয়োজনে অমিতাভ বচ্চন থেকে শুরু করে হালের নায়ক নায়িকারাও বাদ থাকেন না।
শাহরুখের বাড়ির পার্টির আয়োজন কেমন হয় তার অনেকটাই বোঝা গেছে ডিজে আকিলের কথায়। যিনি বহু বছর ধরে মান্নাতে (শাহরুখের বাসভবন) দেওয়া পার্টির গান বাজানোর দায়িত্বে থাকেন।
সেই গল্পই আকিল বলেছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে।
শাহরুখের আতিথেয়তায় কোনো ‘খুঁত নেই’ মন্তব্য করেন আকিল বলেন, “কিছুদিন আগেও একটা পার্টি হয়ে গেল মান্নাতে। খাবার এবং সুরার কোনো কমতি ছিল না। নিমন্ত্রিতরা কেউ বাদ ছিলেন না, তালিকার ১০০ জনের মধ্যে ১০০ জনই এসেছিলেন। দারুণ আসর বসেছিল।“
শাহরুখ আগে দুই থেকে তিনমাস পরপরই পার্টি দিতেন বলে জানিয়েছেন আকিল।
“লোকজনতো শাহরুখের পার্টিতে আসতে মুখিয়ে থাকে।কেউ কেউ বিদেশ থেকেও আসেন।“
এই ডিজের ভাষ্য কেবল শাহরুখের তারকাখ্যাতির জন্যই তার দেওয়া পার্টি জমে যায়, তা বলা যাবে না।
“অতিথিদের প্রতি শাহরুখের আন্তরিকতা, যত্ন এবং উষ্ণ অ্যাপ্যায়ন দেখার মত।“
এছাড়া এসব পার্টির কোনো ছবি বা ভিডিও সোশাল মিডিয়ায় যাতে না আসে শাহরুখ সেই নিশ্চয়তা দিতে পেরেছেন বলে অভ্যাগতরা দারুণ ভালো মেজাজে থাকতেন।
অন্দরের চিত্র আরো খোলাসা করে আকিল বলেছেন, পার্টিতে ঢুকে আমির খান, সালমান খান, হৃত্বিক রোশানরা সাধারণত যে যার পছন্দের লোকজন নিয়ে ঘরের বিভিন্ন জায়গায় বসে যান। আসরে গান বাছাইয়ের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হয় বলেও জানিয়েছেন আকিল।
“আমি যদি একজনের সিনেমার গান বাজাই, অন্য আরেকজন মন খারাপ করেন। তারা আমার কাছে জিজ্ঞাসা করেন ব্যাপারটা কী হচ্ছে। চেষ্টা করি যারা আসেন, তাদের সবার সিনেমার গান বাজাতে।“
পার্টির শুরুতে অতিথিরা ঘরের মধ্যে গল্পগুজব করলেও রাত বাড়লে তারা নাচের জায়গায় চলে আসতেন বলে জানিয়েছেন আকিল।