Published : 01 May 2025, 12:52 AM
আন্তর্জাতিক শ্রমিক দিবস ও ৫ মে কার্ল মার্ক্সের ২০৮তম জন্মদিন উপলক্ষে ঢাকার মঞ্চে ফের আসছে ‘মার্ক্স ইন সোহো’।
বটতলা এবং যাত্রিকের যৌথ প্রযোজনায় তিন দিনে এ নাটকের তিনটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে 'মার্ক্স ইন সোহো'।
আমেরিকান ইতিহাসবিদ ও তাত্ত্বিক হাওয়ার্ড জিন রচিত নাটকটি বাংলায় অনুবাদ করেছেন জাভেদ হুসেন। মঞ্চে নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ।
২০২১ সালের অক্টোবরে প্রথম মঞ্চে আসে ‘মার্ক্স ইন সোহো’। এই নাটকে অভিনয় করেছেন হুমায়ুন আজম রেওয়াজ ও উম্মে হাবিবা।
বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এ নাটকটি ‘অনেক বেশি প্রাসঙ্গিক’ বলে মন্তব্য করেছেন রেওয়াজ।
নাটকে দেখা যাবে, মৃত্যুর ১০০ বছর পর কার্ল মার্ক্স পরকালের হর্তাকর্তাদের বোঝান যে তাকে তার বদনাম ঘোচানোর সুযোগ দিতে পৃথিবীতে ফিরতে হবে। এবং তিনি কয়েক ঘণ্টার জন্য তার ফেরার ব্যাপারে রাজিও করিয়ে ফেলেন। ইউরোপের একাধিক দেশ থেকে উচ্ছেদ হওয়ার পর মার্ক্স জীবনের বেশির ভাগ সময় কটিয়েছেন লন্ডনের সোহোতে।
কিন্তু সেখানে পৌঁছানোর বদলে স্বর্গীয় একটি ছোট দাপ্তরিক ভুলের কারণে রাস্তা পাল্টে যাওয়ায় মার্ক্স নিজেকে আবিষ্কার করেন নিউইয়র্কের সোহোতে।
পৃথিবীতে ফিরে মার্ক্স বুঝতে পারেন, শুধু যে তার সারা জীবনের কাজের সম্পর্কে মানুষজনের ভুল ধারণা রয়েছে তা নয়, তার মৃত্যুর পর পৃথিবী খুব সামান্যই বদলেছে। এমন অস্থির সময়ে মানুষের মুক্তি কোথায়? নাটকের নানা স্তরে দার্শনিক কার্ল মার্ক্সের পাশাপাশি জানা যাবে ব্যক্তি কার্ল মার্ক্সকেও।
নাটকের সংগীত, আলো, সেট ও দৃশ্য পরিকল্পনা করেছেন নায়লা আজাদ। কোরিওগ্রাফি করেছেন নায়লা আজাদ ও উম্মে হাবিবা।
নাটকের সংগীতায়োজনে আছেন আফরোজ খান। পোশাক পরিকল্পনায় আছেন তাহমিনা সুলতানা মৌ। আলোক প্রক্ষেপণে আছেন মীর মোহাম্মদ বাদল। দৃশ্য সম্পাদনায় মারুফ রায়হান ও মাহবুব মাসুম।
প্রদর্শনীর টিকেট পাওয়া যাচ্ছে shttps://bottala.com/ticket/।
পরিচয়পত্র দেখিয়ে শিক্ষার্থীরা ৫০ শতাংশে ছাড়ে নির্দিষ্ট শ্রেণির টিকেট কিনতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বটতলা।