অনুষ্ঠানে দেখানো হয় জুলাই আন্দোলনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদসহ বিক্ষোভের বিভিন্ন মুহূর্ত।
Published : 30 Nov 2024, 10:25 PM
জুলাই-অগাস্টের গণআন্দোলনের প্রতিচ্ছবি ফুটে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় স্থাপনা শিল্প ও সংগীত পরিবেশনার এক আয়োজনে।
শনিবার সকাল থেকে দিনব্যাপী ‘মুভমেন্ট ফর পিস’ নামে ওই আয়োজনে চলে প্রদর্শনী; সন্ধ্যায় হয় শান্তির জন্য নাট্যযাত্রা ও সংগীত পরিবেশনা।
অনুষ্ঠানে স্থাপনা শিল্পের ভাবনা ও তত্ত্বাবধানকারী এবিএস জেম বলেন, “শিল্পীর মানসপটে যে অনুভূতিগুলো জমেছিল, তারই একটি প্রকাশ স্থাপনা শিল্পতে তুলে ধরা হয়েছে। এখানে শহীদ মুগ্ধ, শহীদ আবু সাঈদের অবয়বে কিছু ‘আর্টওয়ার্ক’ করা হয়েছে।
“একটি গাছে অনেকগুলো পাতার মাঝে আঁকা হয়েছে আমাদের প্রত্যাশার কথা। আরেকটি গাছে শয়তানের অবয়ব রাখা হয়েছে, যারা আসলে আমাদের বার বার ক্ষতি করে যাচ্ছে।”
শান্তির বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন বলে জানান জেম।
সন্ধ্যার আয়োজনে দেখা যায়, কিছু তরুণ শিল্পী পাখির মত করে উড়ে বেড়াচ্ছেন পুরো চত্বরটিতে। অপরদিকে লাল কাপড়ে এঁকেবেঁকে ছুটে চলেছেন আরও কিছু শিল্পী। পাশেই প্রজেক্টরে দেখানো হয় জুলাই আন্দোলনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদসহ মিছিলের নানা সময়ের মুহূর্ত।
অনুষ্ঠানে 'নাট্য যাত্রা'র নির্দেশনা দেওয়া প্রাচ্যনাটের সাইফুল জার্নাল বলেন, “আমরা চেয়েছি দর্শক যেন এই অঞ্চলের সংগ্রাম মুখর দিনগুলো খুঁজে পান। সময়টাকে মনে করতে পারেন এবং তার নিজের ভেতরের ক্ষরণের বহিঃপ্রকাশও দেখতে পান। শান্তির বার্তা ছড়াতে আমাদের এই 'শান্তির জন্য নাট্যযাত্রা'।”
তিনি বলেন, “বিপ্লব-সংঘাত আর আঘাত ছাড়া অধিকার আদায় হয় না কোনো কালে, তা বারবারই প্রমাণিত। কিন্তু আমরা শিল্পীরা সবসময় শান্তির কথাই বলি।”