শনি ও রোরববার অলিম্পিক স্টেডিয়ামে সুইফটের দুটি কনসার্ট ছিল।
Published : 31 Jul 2024, 12:17 AM
‘ইরাস ট্যুর' নিয়ে যুক্তরাষ্ট্রের পপ গায়িকা টেইলর সুইফট গত কয়েক মাস ধরে বিশ্বের যে শহরেই যাচ্ছেন, সেখানেই দর্শক সমাগমে আলোড়ন তুলছেন।
এবার জার্মানির মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামে সুইফটের কনসার্টেও তাই ঘটেছে। এই শিল্পীর গান শুনতে স্টেডিয়ামের কাছে পাহাড়ের চূড়ায় উঠেছেন প্রায় ৫০ হাজার অনুরাগী।
ভ্যারাইটি লিখেছে, এই ট্যুরে জার্মানির মিউনিখে দুটি শো করেছেন সুইফট। শনি ও রোরববার অলিম্পিক স্টেডিয়ামে সুইফটের দুটি কনসার্ট ছিল। দুদিনই স্টেডিয়ামের মাঠ ছিল কানায় কানায় পূর্ণ।
কিন্তু শহরের অনেকেই সুইফটের গান শোনার সুযোগ থেকে নিজেদের বঞ্চিত করতে চাননি। তারা টিকেট ছাড়াই সুইফটের কনসার্ট দেখতে অলিম্পিক পাহাড়ে চড়ার বুদ্ধি বের করেন।
বহু মানুষ পাহাড়ের খাঁজে বসে বা দাঁড়িয়ে পড়েন। অনেকে আবার জায়গা না পেয়ে উঠে যান চূড়ায়। যদিও ওই দুদিন সেখানে তাপমাত্রা উঠেছিল ৩১ ডিগ্রি সেলসিয়াসে।
স্থানীয় পুলিশের ধারণা, শনিবার কমপক্ষে ২৫ হাজার মানুষ অলিম্পিক পাহাড়ে উঠেছিলেন, রোববারও পাহাড় চড়া দর্শকদের সংখ্যা এমনই হবে পুলিশের ধারণা।
দুই দিনে স্টেডিয়ামের বাইরের খোলা অংশ এবং পাহাড় থেকে ৭৮ হাজার মানুষ সুইফটেরে গান শুনেছেন। পাহাড়ের শ্রোতাদের ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।
সুইফট বলেন, “এটি আমাদের বিশেষ একটি শো। কারণ এই কনসার্ট করে এবারের মত জার্মানি থেকে বিদায় নিচ্ছি। যারা স্টেডিয়ামের বাইরে থেকে আমার গান শুনেছেন, তাদেরও ধন্যবাদ জানাই। গত কয়েক সপ্তাহ ধরে জার্মানরা আমাদের কতটা আপন হয়েছে, তা বোঝাতে পারব না। আপনাদের ছেড়ে চলে যেতে সত্যিই কষ্ট হচ্ছে। কিন্তু কথা দিচ্ছি, আবার আসব আপনাদের কাছে।”
মিউনিখের আগে জার্মানির হামবুর্গে কনসার্ট করেছেন সুইফট। ইরাস ট্যুর নিয়ে আগামী ৬ থেকে ৮ অগাস্ট পোল্যান্ডে কনসার্ট করার কথা রয়েছে সুইফটের। তারপর এই গায়িকা যাবেন ভিয়েনা এবং অস্ট্রিয়ার দিকে।