টিক্কা খানের চরিত্রে কেমন দেখা যাবে জানাতে চরিত্রের লুক প্রকাশ করেছেন এই অভিনেতা।
Published : 07 Feb 2024, 09:05 AM
ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খানকে দেখা যাবে মুক্তিযুদ্ধে ‘কসাই' হিসেবে পরিচিত পাকিস্তানি জেনারেল টিক্কা খান চরিত্রে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিক 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রে টিক্কা খান চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান।
টিক্কা খানের চরিত্রে কেমন দেখা যাবে জানাতে চরিত্রের লুক প্রকাশ করেছেন এই অভিনেতা।
জায়েদ খান গ্লিটজকে বলেন, “টিক্কা খানকে ১৯৭১ সালে বলা হতো 'কসাই'। মুক্তিযুদ্ধে তার নির্মম-নিষ্ঠুর আচরণ ইতিহাস ভুলবে না কোনোদিন। আমি সেই চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।"
বুধবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’।
এই সিনেমার ট্রেইলার গেল বছর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক বিভাগ ‘মার্শে দ্যু ফিল্ম’ এ উন্মোচিত হয়।
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে গত ৩১ জুলাই আনকাট সেন্সর সনদও পেয়েছে সিনেমাটি। তবে দেশের প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাবে সেই তথ্য এখনও জানা যায়নি।
শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। আর তার স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় আছেন নুসরাত ইমরোজ তিশা।
এছাড়াও অভিনয় করেছেন- নুসরাত ফারিয়া, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ অনেকে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)