শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের ছয়টি শাখায় প্রতিদিন মোট ২২ টি শো চলবে ‘গ্লাডিয়েটর ২’ সিনেমার।
Published : 16 Nov 2024, 11:35 AM
হলিউডে মুক্তির এক সপ্তাহ আগে বাংলাদেশে মুক্তি পেয়েছে সাড়া জাগানো সিনেমা ‘গ্লাডিয়েটর’র দ্বিতীয় কিস্তি।
থেকে দেশের স্টার সিনেপ্লেক্সে শুক্রবার থেকে ‘গ্লাডিয়েটর ২’ চলছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ।
সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, "দুই যুগ পর পর্দায় আসছে এই সিনেমার সিক্যুয়েল। আগামী ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। তবে বাংলাদেশের দর্শকদের জন্য আগেই আনা হয়েছে।
সিনেপ্লেক্সের ছয়টি শাখায় প্রতিদিন মোট ২২টি করে শো চলবে এই সিনেমার।
২০০০ সালে মুক্তি পায় রিডলি স্কট পরিচালিত ‘গ্লাডিয়েটর’। ঐতিহাসিক মহাকাব্যিক গল্পের এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাসেল ক্রো, যিনি ম্যাক্সিমাস নামে এক সাহসী রোমান জেনারেলের ভূমিকায় অভিনয় করেছেন।
সিনেমার গল্প প্রতিশোধ, ক্ষমতার লড়াই এবং স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে লেখা হয়েছে।
চব্বিশ বছর আগে মুক্তি পাওয়া সিনেমাটি তখন বক্স অফিসে ৪৬০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। সিনেমাটি অস্কারে ১২টি মনোনয়ন পেয়ে সেরা চলচ্চিত্রসহ পাঁচটি অস্কার জয় করে।
তবে নির্মাতা রিডলি সিনেমার সিক্যুয়েল ‘গ্লাডিয়েটর ২’ র প্রধান চরিত্রে রেখেছেন ব্রিটিশ অভিনেতা পল মেসক্যালকে।
এছাড়া এতে আরও অভিনয় করেছেন আছেন পেড্রো প্যাসক্যাল, ডেনজেল ওয়াশিংটনসহ আরও অনেকে। মেসক্যাল চরিত্রে অভিনয় করেছেন ‘লুসিয়াস ভেরাস’ চরিত্রে।
সিনেমার গল্প ভেরাসকে নিয়েই। ১৫ বছর লাপাত্তা থাকার পর সে হাজির হয়ে জড়িয়ে যায় গ্লাডিয়েটরিয়াল লড়াইয়ে।
চলতি বছরের ৯ জুলাই সিনেমার ট্রেইলার প্রকাশিত হয়েছে। তিন মিনিটের ট্রেইলারে রোমান সাম্রাজ্যের সময়কে উপস্থাপন করা হয়েছে।
রোমের কলোসিয়ামে জলযুদ্ধ ও হাজার হাজার দর্শনার্থীর সামনে গন্ডারের সঙ্গে লড়াই করতে দেখা গেছে ব্রিটিশ অভিনেতা পল মেসকালকে। সেই সঙ্গে গ্লাডিয়েটরের পুরনো ইতিহাসও নতুন আঙ্গিকে সামনে আসার ইঙ্গিত দেখা গেছে।
৩১০ মিলিয়ান ডলার ব্যায়ে নির্মিত এই সিনেমার শুটিং শুরু হয়েছিল গত বছরের মে মাসে মরক্কোয়। শুটিং হয়েছে মালটা ও যুক্তরাজ্যেও।