সতের বছর আগে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। এবার এই নির্মাতা তৈরি করেছেন ‘৪২০’ এর দ্বিগুণ ‘৮৪০’। তবে এবার নাটক নয়, ওটিটির জন্য সিরিজ বানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। সম্প্রতি ‘৮৪০’র ট্রেইলার প্রকাশ হয়েছে।
Published : 09 Dec 2024, 02:25 PM
"নির্বাচন হচ্ছে এমন একটা সিস্টেম, যেখানে যারা বাথরুমের ফ্ল্যাশ ব্যবহার করতে পারে না, তারা নির্ধারণ করে শহরের মেয়র কে হবে", অভিনেতা ফজলুর রহমান বাবুর এই সংলাপ দিয়ে শুরু হয়েছে ট্রেইলার। ভিডিওতে দেখা গেছে মেয়র পদে জয়ী হতে নানা ধরনের কর্মকাণ্ড করছেন অভিনেতা নাসির উদ্দিন খান। আর জয়ী হয়ে বিভিন্ন কুকর্মের সাথে অর্থ পাচার করে এক সময় দেশ ছেড়ে পালিয়েও যান নাসির।
সিরিজে মারজুক রাসেল, জাকিয়া বারী মম, বিজরী বরকতউল্লাহ, শাহরিয়ার নাজিম জয়, নাদের চৌধুরী, তানজিম সাইয়ারা তটিনী, আশুতোষ সুজনসহ আরও অনেকে অভিনয় করেছেন। শিগগিরই জানা যাবে ‘৮৪০’ এর মুক্তির তারিখ।