রাফী বলেন, "কারো পরিবারকে এই গল্পের সঙ্গে জড়িয়ে অসম্মান করা নির্মাতা হিসেবে আমার জন্য কষ্টের।"
Published : 16 Mar 2025, 08:58 PM
পরিচালক রায়হান রাফী বলেছেন, ‘আমলনামা’ নামের যে ওয়েব ফিল্ম তিনি নির্মাণ করেছেন, সেটি কোনো ‘নির্দিষ্ট পরিবারের গল্প নয়’।
দেশের ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’, ‘বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের প্রতিবাদ হিসেবে সিনেমাটি নির্মাণ করার কথা বলেছেন এ নির্মাতা।
রাফী গ্লিটজকে বলেন, “‘আমলনামা' সিনেমাটি একটা কাল্পনিক গল্প, এটা কখনোই টেকনাফের নির্দিষ্ট কোনো পরিবারের গল্প নয়। সেই ঘটনার সঙ্গে আমার সিনেমার কোনো মিল নেই। কারো পরিবারকে এই গল্পের সঙ্গে জড়িয়ে অসম্মান করা নির্মাতা হিসেবে আমার জন্য কষ্টের।"
গত বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় ‘আমলনামা’। জাহিদ হাসান, তমা মির্জা, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু, গাজী রাকায়েতসহ অনেকে অভিনয় করেছেন এ সিনেমায়।
সিনেমার দৃশ্য এগিয়েছে একটি সাধারণ পরিবারকে ঘিরে। যেখানে দেখা যায় পরিবারের প্রধান কর্তাকে মধ্যরাতে সাদা পোশাক পরিহিত কিছু ব্যক্তি বাসা থেকে তুলে নিয়ে যায়। তাকে খুঁজতে থানায় থানায় ঘুরে বেড়ান স্ত্রী পারভীন।
স্বামীর খোঁজ পেতে স্ত্রীর প্রাণপণ চেষ্টা, বিনা অপরাধে হত্যা এবং হত্যাকারীর পাপের পরিণতি নিয়েই নির্মিত হয়েছে পুরো সিনেমার গল্প।
কিন্তু দেশের একটি জাতীয় দৈনিকে আমলনামার এই ঘটনাকে টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনা হিসেবে তুলে ধরা হয়। তাতে বিব্রত হয় একরামুল হকের পরিবার।
একরামুলের স্ত্রী আয়েশা বেগম এক ফেইসবুক পোস্টে বলেছেন, সিনেমা নিয়ে এই আলোচনায় সামাজিকভাবে তারা ‘হেয় হচ্ছেন’।
নির্মাতা রাফীর ভাষ্য, নির্দিষ্ট কোনো পরিবারের গল্পে এই সিনেমা নয়। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সচেতনতা তৈরি করতেই এই সিনেমা।
সিনেমাটি নির্মাণের উদ্দেশ্য জানিয়ে রাফী বলেন, "সিনেমা তো আমরা বাস্তব জীবন থেকেই বানাই, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। সেটা হয়ত কোনো পরিবারের সাথে মিলে যেতে পারে। কিন্তু সেই নির্দিষ্ট পরিবারের গল্পে কিন্তু এই সিনেমা না। 'আমলনামায়' আমি হাজার হাজার পরিবারের গল্প তুলে ধরেছি।
"এই সিনেমা নির্মাণের উদ্দেশ্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যেন আমরা দাঁড়াতে পারি। বিভিন্ন সময় এমন গল্প শুনেছি, এটাই পর্দায় দর্শককে দেখানোর চেষ্টা করেছি। বিচারবহির্ভূত যারাই মারা গেছেন তাদের পরিবার যেন সঠিক বিচার পায়, একটা মানুষকেও যেন বিনা অপরাধে হত্যা না করা হয় সেই বার্তা দিতেই এই সিনেমা।"
'আমলনামা' মুক্তির আগে সিনেমাটি নিয়ে রাফী বলেছিলেন, "সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছি ঠিকই, কিন্তু এটা মূলত ফিকশন। আমরা ঘটনার ভেতরের আবেগটা ধরার চেষ্টা করেছি। এমন ঘটনা অনেক হয়েছে, দর্শকরা সেটা দেখলেই বুঝতে পারবেন।"
রাফীর গল্পে ’আমলনামার’ চিত্রনাট্য করেছেন রাফী ও এসএম নজরুল ইসলাম।
পুরনো খবর
রাফীর 'আমলনামা'র চরিত্ররা যেমন