বুকে ব্যথা হলে মনোজ মিত্রকে ক্যালকাটা হার্ট ইন্সিটিউটে ভর্তি করা হয়।
Published : 23 Sep 2024, 03:47 PM
কলকাতার থিয়েটার এবং নাটক-সিনেমার বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
থিয়েটারের অভিনেতা সৌমিত্র মিত্র জানিয়েছেন, সোমবার বুকে ব্যথা হলে মনোজ মিত্রকে ক্যালকাটা হার্ট ইন্সিটিউটে নেওয়া হয়।
তিনি বলেন. “মনোজদাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তিনি অচেতন ছিলেন।“
আনন্দবাজার লিখেছে, ৮৬ বছর বয়সী মনোজ মিত্র দীর্ঘদিন ধরে বার্ধক্যের নানা ধরনের জটিলতার ভুগছেন।
অভিনেতারে মেয়ে ময়ূরী মিত্র বলেছেন, তার বাবার হৃদযন্ত্র ‘ভালোভাবে করছে না’।
তিনি বলেন, “বাবা এখন ওষুধের সাপোর্টে রয়েছেন।“
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই বর্ষীয়ান এই অভিনেতার অসুস্থ হওয়ার খবর এসেছিল। ওই সময়ে তার শরীরে পেসমেকার বসান হয়। পরে অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
এরপর জুন মাসে কলকাতার বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্সে অভিনয়ে অবদান রাখায় মনোজ মিত্রের হাতে তুলে দেওয়া হয় হীরালাল সেন লাইফটাইম অ্যাওয়ার্ড।
ওই অনুষ্ঠানে ঢাকা-কলকাতার এ সময়ের কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন মনোজ মিত্র।
এই অভিনেতার জন্য ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর খুলনার ধুলিহার গ্রামে। দেশভাগের পর কলকাতায় গিয়ে তার লেখাপড়া শুরু হয়।
স্কটিশ চার্চ কলেজের পড়ার সময় থিয়েটারের মঞ্চে মনোজ মিত্রের অভিনয়ে যাত্রা শুরু। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শনে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন আর লেখাপড়ার পাশাপাশি চালিয়ে গেছেন অভিনয়।
সিউড়ি বিদ্যাসাগর কলেজে দর্শনের অধ্যাপনা দিয়ে মনোজ মিত্রের কর্মজীবন শুরু হলেও সেখানে মাত্র একদিন কাজ করে, তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগে যোগ দেন। পরবর্তীতে সেখানে তিনি বিভাগীয় প্রধানও হন। তবে শিশিরকুমার ভাদুড়ি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে অবসর নেন তিনি।
মনোজ মিত্র কেবল একজন অভিনেতাই নন, তিনি নাটক লিখেছেন এবং নির্দেশনার কাজও করেছেন। পশ্চিম বঙ্গ নাট্য আকাদেমির সভাপতির দায়িত্বেও ছিলেন একটা সময়ে।
সাজানো বাগান, চোখে আঙ্গুল দাদা, কালবিহঙ্গো, পরবাস, অলোকানন্দর পুত্র কন্যা, নরক গুলজাসহ মঞ্চে জন্য শতাধিক নাটক লিখেছেন তিনি।
এই অভিনেতা তপন সিনহা, সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চ্যাটার্জি, তরুণ মজুমদার, শক্তি সামন্ত এবং গৌতম ঘোষের মত পরিচালকের পরিচালনায় বহু সিনেমায় কাজ করেছেন।
নাট্যকার ও অভিনেতা হিসেবে এই অভিনেতার ঝুলিতে আছে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয় পুরস্কার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পুরস্কার, এশিয়াটিক সোসাইটির স্বর্ণপদক, ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব, বাংলাদেশ থিয়েটার সোসাইটি থেকে মুনীর চৌধুরী পুরস্কারসহ আরো কয়েকটি পুরস্কার।