লন্ডনে আগামী ২৬ ও ২৭ মে দুইদিন ‘বাংলাদেশ ফেস্টিভালে’ গাইবেন জেমস; এরপর জুনে কনসার্ট করতে উড়াল দেবেন কানাডায়।
Published : 08 May 2024, 06:29 PM
দুইবছর ধরে লন্ডনের প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজিত হচ্ছে ‘বাংলাদেশ ফেস্টিভাল’। এবারও লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে শুরু হচ্ছে দুইদিনব্যাপী এই আয়োজন। আর ওই আয়োজনের মধ্যমণি দেশের ব্যান্ডশিল্পী মাহফুজ আনাম জেমস।
আগামী ২৬ ও ২৭ মে দুইদিন বাংলাদেশ ফেস্টিভালে নগরবাউল খ্যাত এই তারকা শিল্পী গান গাইবেন বলে তার ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন জানান।
আর এর মধ্য দিয়ে প্রথমবারের মত লন্ডনে কোনো ওপেন এয়ার কনসার্টে অংশ নেবেন জেমস।
গ্লিটজকে রবিন বলেন, “কনসার্টে অংশ নিতে ২৩ মে ঢাকা ছাড়বেন জেমস। কনসার্ট শেষে ২৯ মে ঢাকায় ফিরবেন তিনি। তারপর আগামী জুনে আবার কানাডার এক কনসার্টে অংশ নিবেন।”
‘বাংলাদেশ ফেস্টিভালের’ আয়োজক নেক্সট স্টেজ ইভেন্ট।
তাদের ফেইসবুক পেইজে এক ভিডিও বার্তায় জেমস বলেন, “প্রিয় লন্ডন আমি আসছি ২৬ মে এবং ২৭ মে। মাইল এন্ড স্টেডিয়ামে বাংলাদেশ ফেস্টিভালে। সবার সঙ্গে দেখা হবে, গান হবে।”
আয়োজন নিয়ে নেক্সট স্টেজ ইভেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ মাহমুদ বলেন, “বিগত দুই বছরের ধারাবাহিকতায় এ বছরও আমরা বাংলাদেশ ফেস্টিভালের আয়োজন করেছি। এটি ব্রিটেনে বসবাসরত বাঙালিদের সবচেয়ে বড় মিলনমেলা। বাংলাদেশিদের পাশাপাশি ভিন্ন জাতি-গোষ্ঠীর অনেকেই এই আয়োজনে অংশ নিয়ে থাকেন।
“আমাদের এবছরের আয়োজন আরও বড় আকারে করা হচ্ছে। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং বাংলাদেশকে বিশ্বের মাটিতে শক্তিশালী করে তুলতেই প্রতিবছর আমরা এ আয়োজন করে থাকি।”
নেক্সট স্টেজ ইভেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ মাহমুদ গ্লিটজকে জানিয়েছেন, এবারের আয়োজনে যাত্রাপালা, বাউল গান ছাড়াও অনেক তারকার উপস্থিতিতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘বাংলাদেশ ফেস্টিভালে’ জেমস ছাড়াও আরও কণ্ঠিশিল্পী প্রীতম হাসান, অভিনেতা জায়েদ খান, সঞ্চালক মৌসুমী মৌ, তৌহিদ আফ্রিদিসহ অনেকে থাকবেন।