সিনেমার পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অগ্নিহোত্রী জানিয়েছেন সিনেমা মুক্তির তারিখও।
Published : 06 Feb 2024, 11:08 AM
ভারতে সাড়া ফেলা চলচ্চিত্র ‘কাশ্মীর ফাইলস’ নির্মাতা বিবেক রঞ্জন অগ্নিহোত্রী তার নতুন সিনেমা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ এর পোস্টার প্রকাশ করেছেন।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিতি এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন হিন্দি ফিল্মের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের, নানা পাটেকর, সপ্তমী গৌদা এবং পল্লবী যোশী।
সিনেমার পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অগ্নিহোত্রী জানিয়েছেন সিনেমা মুক্তির তারিখও।
অগ্নিহোত্রী বলেন, “আপনাদের জন্য ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ আসছে চলতি মাসের ২৮ তারিখ। ভ্যাকসিন নেওয়ার আগে পরিচিত হতে পারেন পাত্র-পাত্রীদের সঙ্গে।“
সিনেমার গল্পও কিছুটা বলেছেন অগ্নিহোত্রী। নামেই গল্পের আভাস রেখেছেন নির্মাতা। কোভিড মহামারীর বিরুদ্ধে ভারতীয় চিকিৎসক-বিজ্ঞানীদের লড়াই এবং ভ্যাকসিন তৈরির গল্প বলবে এই সিনেমা।
হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’।
সংবাদসূত্র: টাইমস অব ইনডিয়া
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)