২০২০ সালে ইহুদিবিদ্বেষ নিয়ে বক্তব্যের জেরে দলে করবিনের সদস্যপদ স্থগিত করা হয়েছিল।
Published : 05 Jul 2024, 07:02 PM
যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন ১৯৮৩ সাল থেকে আইলিংটন নর্থ আসনে জয়ী হলেও এবারই প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে লেবার পার্টির প্রার্থী প্রফুল নারগান্দকে প্রায় আট হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। করবিন পেয়েছেন ২৪ হাজার ১২০ ভোট। নারগান্দ পেয়েছেন ১৬ হাজার ৮৭৩ ভোট।
নির্বাচনে ভোট পড়েছে ৬৭ দশমিক ৫ শতাংশ। ২০১৯ সালে যা ছিল ৭১দশমিক ৬ শতাংশ।
বিজয়ী ভাষণে করবিন বলেন, ভোট দিয়ে তার পাশে দাঁড়ানোর জন্য তিনি তার নির্বাচনী এলাকার মানুষের কাছে কৃতজ্ঞ।
৭৫ বছর বয়সী করবিন আরও বলেন, তাকে যারা ভোট দিয়েছে তারা এমন একটি সরকার চায় “যে সরকার বিশ্বমঞ্চে যুদ্ধ নয়, শান্তি অণ্বেষণ করবে। যারা গাজায় দুঃসহ পরিস্থিতি চলতে দেবে না।”
২০২০ সালের অক্টোবরে, করবিনকে লেবার পার্টি থেকে বরখাস্ত করা হয়েছিল।
করবিনের আমলে ইহুদিবিদ্বেষ নিয়ে মানবাধিকার কমিশনের তীব্র সমালোচনামূলক তদন্ত প্রতিবেদন প্রকাশের পর করবিন তা প্রত্যাখ্যান করে যেসব মন্তব্য করেন তার জেরে দলে তার সদস্যপদ স্থগিত করা হয়েছিল।
এরপর থেকে করবিন পার্লামেন্টে স্বতন্ত্র সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করে আসছেন। তার উত্তর লন্ডনের নির্বাচনী এলাকার অনেক ভোটার জানতেন না যে তিনি নির্বাচনে দলের প্রার্থী নন।
কিয়ার স্টারমার একজন ভালো প্রধানমন্ত্রী হতে পারেন কি না এমন প্রশ্নে করবিন বলেন, “দেখা যাক কী হয়।”