আমির বলেন, “ওই চরিত্রের জন্য শাহরুখ একদম সঠিক নির্বাচন।”
Published : 17 Mar 2025, 03:48 PM
বলিউডের তারকাভিনেতা শাহরুখ খান অভিনীত একটি অন্যতম চরিত্রের সুযোগ প্রথমে এসেছিল আমির খানের কাছে। সে সুযোগ ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা।
ইন্ডিয়া টুডে লিখেছে, আমিরের ফিরিয়ে দেওয়া সেই চরিত্রটি করে ক্যারিয়ারের শুরুর দিকে আলোড়ন তুলেছিলেন শাহরুখ; সিনেমার নাম ‘ডর’।
যশ চোপড়ার প্রযোজনায় ‘ডর’ সিনেমায় শাহরুখের অভিনয় হয় ‘অনবদ্য’।
১৯৯৩ সালে মুক্তি পাওয়া ওই সিনেমাটি করার প্রস্তাব আগে পেয়েছিলেন আমির। তবে এই চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়ে কোনও অনুশোচনা নেই আমিরের।
মুম্বাইয়ে এক অনুষ্ঠানে আমির বলেন, “আমার অভিনয় করার কথা ছিল ‘ডর’ সিনেমায়। কিন্তু কিছু কারণের জন্য সেই ছবি আমি ফিরিয়ে দিয়েছিলাম। সিনেমাটি খুব ভালভাবেই তৈরি হয়েছিল। এই চরিত্রের জন্য শাহরুখ একদম সঠিক নির্বাচন।”
আমির মনে করেন, চরিত্রটি তিনি ফুটিয়ে তুলতে পারতেন না। পরিচালক শাহরুখকে বেছে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই এই চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দেওয়া নিয়ে আজও কোনো আক্ষেপ নেই বলিউডের মিস্টার পারফেকশনিস্টের।
তিনি বলেছেন, “আমি ওই চরিত্রে অভিনয় করলে মোটেই ভালো হত না। তাই আমার কোনো অনুশোচনা নেই।”
ওই সিনেমায় নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন সানি দেওল ও জুহি চাওলা, শাহরুখ হয়েছিলেন খল নায়ক। যেখানে প্রেম ব্যর্থ হওয়ার, প্রেম মরে যাওয়ার এবং প্রেমিকাকে হারিয়ে ফেলার ভয়ে ভীত এক প্রেমিকের 'অন্ধ' প্রেমে 'অসুস্থ' উন্মত্ততাকে তুলে ধরা হয়েছে।
সেই প্রেমিক হলেন শাহরুখ, তার চরিত্রের নাম ছিল রাহুল মেহরা।
নায়কের চেয়ে অবশ্য খলনায়কই বেশি নজর কেড়েছিল ওই সিনেমায়।
রাহুল তার একতরফা প্রেমে বিবাহিত কিরণকে (জুহি চাওলা) পেতে যে কোন কাজ করতে প্রস্তুত ছিলেন। এবং শেষ পর্যন্ত যিনি এই প্রেমের জন্যই মৃ্ত্যুর কাছে নিজেকে সঁপে দেন। ‘ডর’ চলচিত্রে অভিনয়ের জন্য শাহরুখ খান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ‘শ্রেষ্ঠ খলনায়ক’ মনোনয়ন পান। এটি তার সিনেমা ক্যারিয়ারের দ্বিতীয় 'খল' চরিত্র।