দেশের তিনটি টিভি স্টেশনে মোট আটটি পর্বে টানা আট দিন চলবে এই সিনেমাটি।
Published : 04 Jan 2025, 12:38 AM
প্রেক্ষাগৃহে মুক্তির ২০ দিন পর এবার টেলিভিশনে আসছে পরিচালক ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর রাজনৈতিক বিদ্রূপধর্মী সিনেমা '৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’।
চ্যানেল আই, দীপ্ত টিভি ও আরটিভিতে আট পর্বে টানা আট দিন সিরিজ আকারে দেখানো হবে '৮৪০’।
সিনেমার প্রযোজক ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা জানিয়েছেন, শুক্রবার থেকে শুরু হয়ে '৮৪০’ চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত।
চ্যানেল আইয়ে এই সিরিজ দেখা যাবে প্রতিদিন রাত ৮টা ২০ মিনিটে এবং পুনঃপ্রচার হবে পরের দিন দুপুর ১২টা ৫ মিনিটে।
আরটিভিতে রাত ৮টায় প্রচার হয়ে পুনঃপ্রচার হবে পরদিন সকাল ৮টায়।
দীপ্ত টিভিতে দেখা যাবে রাত সাড়ে ১০ টায় এবং পুনঃপ্রচার হবে পরদিন দুপুর দেড়টায়।
সিরিজটি টেলিভিশনে প্রচার নিয়ে ফারুকী বলেন, "আমার খুবই ভালো লাগছে সিনেমাটি টেলিভিশনের মাধ্যমে দর্শকের কাছে যাচ্ছে। আমার উত্থান টেলিভিশনে এবং এখানেই একসময় '৪২০' জনপ্রিয় হয়েছিল।
"৮৪০ তিন টেলিভিশন স্টেশনে পরপর আট দিন, আট পর্বে প্রচার হবে, এটাও একটি নতুন ঘটনা এবং দর্শকের জন্য একটা উৎসবের মত হবে বলেই মনে হচ্ছে।"
সতের বছর আগে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ২০০৭ সালে ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’।
‘৪২০’ এর দ্বিগুণ হিসেবেই গত ১৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে সিনেমা ‘৮৪০’।
‘৮৪০’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে করেছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, আশুতোষ সুজন।
এছাড়া রাজশাহী ও নওগাঁর বেশ কয়েকজন স্থানীয় অভিনয়শিল্পী এখানে কাজ করেছে।
ফারুকীর '৪২০' দ্বিগুণ হয়ে '৮৪০' এল ওটিটিতে
ব্যক্তি ফারুকীর পরিবর্তন হয়নি: তিশা
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম।
সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন, সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ এবং সম্পাদনা করেছেন তাহসিন মাহিম।